News update
  • Dhaka’s air quality 2nd worst in the world this morning     |     
  • Eleven missing after South African trawler sinks     |     
  • 800,000 have fled fierce fighting in Rafah, UN says     |     
  • IFC for united movement to realise fair share of water from India     |     

ঢাকায় রাশিয়ান হাউসের “ভিক্টরি ইন গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার” উদযাপন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-05-11, 9:43pm

jahdjahsdj-0521bd7926bbd41aeaf24a480a158b231683819790.jpeg




এসোসিয়েশন অফ রাশিয়ান কোম্প্যাট্রিয়টস ইন বাংলাদেশ "রোডিনা" (মাতৃভূমি) এবং বাংলাদেশের ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে “ভিক্টরি ইন গ্রেট প্যাট্রয়টিক ওয়ার” (মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়) এর ৭৮তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা “সেন্ট জর্জের ফিতা” সম্বলিত এবং "অমর রেজিমেন্ট" এর প্রতীক বহনকারী ৫০ টিরও বেশি গাড়ি এবং মোটরসাইকেলের একটি বড় অটো শোভাযাত্রা ঢাকার মিরপুরের প্রধান সড়ক দিয়ে নিউ মার্কেটে পৌঁছায়। শোভাযাত্রায় ১৯৪৫ সালের বিজয়ের পতাকা এবং সোভিয়েত ইউনিয়নের পতাকার প্রতিলিপিও সেখানে ছিল।

বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত (এক্সট্রাঅর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি) আলেকজান্ডার ভি. মান্তিৎস্কি উপস্থিত অতিথিদের অভিনন্দন জানান এবং পূর্বপুরুষদের কৃতিত্বের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব এবং নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ে ইউএসএসআর-এর নিষ্পত্তিমূলক ভূমিকার উপর জোর দেন।

সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং সিআইএস-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সদস্য, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী, রাশিয়ান দূতাবাসের স্টাফ এবং প্রচুর বাংলাদেশি এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যা স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। আগত সবাই স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালানো হয়।

উল্লেখ্য, রাশিয়ান কূটনৈতিক মিশনে দেওয়া বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ঢাকায় রাশিয়ান হাউসের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।