News update
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-05-20, 8:46am

resize-350x230x0x0-image-224000-1684549323-82e0f709ca35bb13ac24394db33385ae1684550775.jpg




মৌলভীবাজারে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় কমলগঞ্জের লাউয়াছড়া বনে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।