News update
  • UN agencies reject Israeli plan to use aid as ‘bait’ over Gaza     |     
  • EU’s Ocean Leadership Faces Test as Treaty Clock Ticks     |     
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     
  • No escape, death follows families in Gaza wherever they go     |     
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     

‘ক্ষমতাসীনরা দুর্গোৎসবে সহিংসতার চেষ্টা করবে’

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আশঙ্কা

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-10-16, 8:04am

resize-350x230x0x0-image-243859-1697376353-6bd3591100ad43c2748230aa9b55a0bb1697421858.jpg




ক্ষমতাসীন দল আসন্ন দুর্গোৎসবে সহিংসতার চেষ্টা করবে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এ আশঙ্কা করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে।

বিজন কান্তি বলেন, ক্ষমতাসীনরা পূজামণ্ডপে হামলা করে অন্যের ওপর দোষ চাপিয়ে বহির্বিশ্বকে দেখানোর চেষ্টা করতে পারে। আওয়ামী লীগ বিপদে পড়লে সংখ্যালঘুদের ব্যবহার করে। ব্যবহার শেষ হয়ে গেলে আবার আক্রমণও করে।

তিনি বলেন, ওবায়দুল কাদের কয়েক দিন আগে বলেছেন, আমার ভয় হচ্ছে এদের ওপর না আক্রমণ হয়। তার এমন বক্তব্যের পরের দিনই আক্রমণ হয়েছে। সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়লে তো হবে না।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে অতীতেও দুর্ঘটনা ঘটানো হয়েছে। এসব দুর্ঘটনা রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে। এবারও আমরা এমন আশঙ্কা করছি।

এ সময় দেশের সকল দল ও ব্যক্তিদের আহ্বান জানিয়ে বিজন কান্তি বলেন, আপনারা সতর্ক থাকবেন। প্রয়োজনে মণ্ডপে পাহারায় থাকবেন। ক্ষমতাসীনদের নীল নকশা যেন বাস্তবায়ন না হয়।

তিনি বলেন, নির্দলীয় সরকার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। নির্বাচন ভালো না হলে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় না। আমরা নির্বাচনের সময় অনিশ্চয়তায় থাকতে চাই না।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব এস এন তরুন দে, সহসভাপতি রমেশ দত্ত, নারী ও শিশুবিষয়ক সম্পাদক বৃতা দত্ত, সিনিয়র উপদেষ্টা তপন মজুমদার, ঢাকা মহানগরের আহ্বায়ক হৃদয় চন্দ্র ঘোষ, সহকারী সচিব মৃণাল কান্তি বৈষ্ণবসহ অনেকেই উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।