News update
  • Ziaur Rahman's 89th birth anniversary today, BNP programs      |     
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     

‘গ্রেপ্তার এড়াতে বাঁশঝাড়ে রাত কাটাচ্ছে নেতাকর্মীরা’

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-11, 8:27pm

image-247487-1699710124-c60c88ef65be6e932d3dc78e5013b6021699712860.jpg




গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতাকর্মীরা নদীতে অবস্থান নিচ্ছে, গাছতলায়, বাঁশঝাড়ে, ঝোপে-জঙ্গলে রাতযাপন করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জনগণ এখন একাত্তর সালের মতো মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর পরিবেশে বসবাস করছে। পুলিশের অতি দলবাজরা এখন আওয়ামী লীগ লিমিটেড কোম্পানির কর্মচারীতে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলদাস কর্মকর্তা-সদস্যরা পাক হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকা এখন রাজাকারের মতো। ’৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা হানাদার বাহিনীকে বীর মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিতো। তাদের লুটপাট তাণ্ডবে সহযোগিতা করতো। আর বর্তমানে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাজাকারদের মতো র‌্যাব-পুলিশের ইউনিফর্ম পরিহিত আওয়ামী পুলিশ লীগকে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘর চিনিয়ে দিচ্ছে। তারা নিজেরাও মারধর করে পুলিশে ধরিয়ে দিচ্ছে। কেবল বিরোধী দলীয় নেতাকর্মী-সমর্থকই নন, একেবারে সাধারণ জনগণের ওপরও নজিরবিহীন জুলুম চালানো হচ্ছে। গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতাকর্মীরা নদীতে অবস্থান নিচ্ছে, গাছতলায়, বাঁশঝাড়ে, ঝোপে-জঙ্গলে রাতযাপন করছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অতীতের মতো আরও একটি একতরফা ভুয়া নির্বাচনের নামে তামাশা করতে সরকার বেপরোয়া এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩ সিল মারার নির্বাচনের জন্য সরকার এখন বেসামাল। জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন বর্গী বাহিনী। সরকারের প্রলয়ংকরী তাণ্ডবে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ। যুদ্ধকালীন নিস্তব্ধ আতঙ্কের পরিবেশের মধ্যে জীবনযাপন করছে সাধারণ মানুষ।

বিএনপির এই মুখপাত্র বলেন, ভিন্নমত প্রকাশ, বহুমাত্রিকতা, গণতন্ত্রের মৌল বিষয়গুলো চিরতরে অস্তাচলে যাত্রার অশনি সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। সাংবিধানিক ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রামে জনগণের অভাবনীয় অংশগ্রহণ দেখে ক্ষমতা হারানোর আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত প্রধানমন্ত্রী। তার নির্দেশে গোটা দেশকে রীতিমতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিক্ষেপ করা হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৩১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ১২টি, এতে ১ হাজার ৩৭০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে তাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে চাইলে, পরিবারকে বাঁচাতে চাইলে, দেশ বাঁচাতে চাইলে বিরোধীদলের ডাকা প্রতিটি কর্মসূচি যেকোনো মূল্যে সফল করার আহ্বান জানান বিএনপির সিনিয়র এ যুগ্ম-মহাসচিব। তথ্য সূত্র আরটিভি নিউজ।