News update
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     

কাশ্মীরে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

গ্রীণওয়াচ ডেক্স প্রবাস 2023-11-11, 8:25pm

image-247485-1699709127-bad46a636177db70df8f026b5d91899a1699712755.jpg




ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল লেকের হাউজবোটে লাগা আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে ডাল লেকের বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। পরে সেখান থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, এদিন সকালের দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউজবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির।

পুলিশ আরও জানায়, নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউজবোটে ছিলেন। আগুনের ঘটনায় বোটগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।