News update
  • Fire Breaks Out at Ctg Towel Warehouse, Contained After Hour     |     
  • Independence Day parade planned in all districts sans Dhaka     |     
  • 32 Dead as US Storm Brings Tornadoes and Wildfires     |     
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ১৪ বিদেশি মিশনের অঙ্গীকার

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-12-11, 8:33am

image-251375-1702242701-246a6b756abc16b1ff529716761e37e01702262025.jpg




যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ঢাকায় দায়িত্বরত ১৪টি বিদেশি মিশন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে বিদেশি মিশনগুলো তাদের এ অঙ্গীকারের কথা প্রচার করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের প্রতি সমর্থন ও সংহতি পুনর্নিশ্চিত করি, যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমতা রক্ষার জন্য কাজ করে। মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নের প্রচারে গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা তুলে ধরে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট থাকবে।

যৌথ বিবৃতিতে সই করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। তথ্য সূত্র আরটিভি নিউজ।