News update
  • Experts see Tarique's political future on optimistic note     |     
  • UN Chief Urges Leaders to Curb Warming, Protect Planet     |     
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     

গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-12-11, 8:12am

resize-350x230x0x0-image-251377-1702251122-d6f4460017b72d072ee84015b73e98521702260773.jpg






গাজায় চলছে নির্বিচারে ইসেরায়লের বোমা হামলা। হামাসও চেষ্টা করছে প্রতিহত করতে। এরই মধ্যে পেরিয়ে গেছে দুই মাস। গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলছে।


রোববার (১০ ডিসেম্বর) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৮ হাজারে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় ২৯৭ ফিলিস্তিনির হতাহতের খবর পাওয়া গেছে। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধবিরতি আইন লঙ্ঘনের অভিযোগ উঠছে। পাশাপাশি গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল এমন অভিযোগ করছে বিশ্বের বিভিন্ন মহল থেকে।

এমন পরিস্থিতিতে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজা স্ট্রিপের কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘাত পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েল ও হামাসের মধ্যে দফায় দাফায় গোলাবর্ষণের ঘটনা ঘটছে। একে অপরের সামরিক উপস্থিতি লক্ষ্য করে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি বাহিনী ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, এই অবরোধ গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার শামিল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার জবাবে গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের পক্ষ নেয় হিজবুল্লাহ। পরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে তারা।

আইডিএফ বলছে, দুই মাসে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৫০ বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় কয়েকজন ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছেন। তবে গাজায় ইসরাইলি হামলায় নিহতের মধ্যে অধিকাংশ শিশু ও নারী বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে।