News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-01-20, 11:06am

images-47-872415b9fc121e63facd02b6fe7490fe1705727278.jpeg




রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

২০ জানুয়ারি (শনিবার) সকালে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, চকবাজারে একটি ছয়তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। তাৎক্ষনিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।