News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

ভুয়া সমন্বয়ক-বিভ্রান্তি দূর করতে ৪ উপকমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-20, 12:30am

img_20240820_002846-6d47f683c4ec01b72a521b3d0a0ba5981724092225.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠনের জন্য নতুন করে চারটি টিম গঠন করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথরাইজেন নামে ৩১ সদস্যবিশিষ্ট চারটি টিম গঠনের কথা জানানো হয়।

এদিন বিবৃতিতে বলা হয়েছে, এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে।

শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

চার টিমের মধ্যে অর্গানাইজিং উইংয়ে আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদসহ রয়েছেন মোট আটজন। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকারসহ রয়েছেন ১৮ জন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ে তিনজন এবং অথরাইজেশন টিমে রয়েছেন সারজিস আলম ও আবু বাকের মজুমদার। তথ্য সূত্র আরটিভি নিউজ।