News update
  • Light showers bring little relief to Dhaka dwellers     |     
  • Lightning, rain kill 50 in Pakistan     |     
  • Heavy storms soak Gulf as Oman toll rises to 18     |     
  • Chuadanga records season’s highest temperature 40.6 degrees      |     
  • BNP won’t participate in upazila elections     |     

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ্রীণওয়াচ ডেস্কঃ খবর 2022-02-18, 10:43pm

sssssssssss-3335f0b244c3a65e3ec245353f859acd1645202624.png




সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরায় রেডিয়েন্ট সেন্টার ফর প্রফেশনালস্ (আরসিসি) ভবনে আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় সাম্প্রতিক দেশকালের প্রয়াত উপদেষ্টা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসার স্মরণে তথ্যচিত্র উপস্থাপনা ও মেনাজাত করা হয়।

সাম্প্রতিক দেশকালের সহকারী সম্পাদক নাসরিন আখতারের সঞ্চালনায় ও সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, বিজ্ঞান বক্তা আসিফ, লেখক রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাশ, গবেষক ও অনুবাদক মুহাম্মদ তানিম নওশাদ, সাংবাদিক হামিম কবির এবং জাকারিয়া পলাশ।

সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আমরা ভিন্ন চিন্তা তুলে ধরতে কাজ করছি। প্রচার সংখ্যায় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল দেশের শীর্ষ অব¯’ান ধরে রেখেছে। পাঠকই আমাদের শক্তি। আমরা মানুষের কথা বলছি। ভবিষ্যতেও বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জনমানুষের অধিকারের কথা তুলে ধরবো। সমৃদ্ধ ও অগ্রসরমান দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনই সাম্প্রতিক দেশকাল প্রকাশনার অন্যতম লক্ষ্য। আমরা সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও মানবাধিকার সংরক্ষণের সংগ্রামে সহযোগী হতে দৃঢ় প্রতিজ্ঞ, দুর্নীতি ও অন্যায় প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।

নাসের শাহরিয়ার জাহেদী, একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম হিসেবে সাম্প্রতিক দেশকাল কাজ করবে। এটি করতে যা যা করা দরকার সব করা হবে।