News update
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     
  • BRTA tops corruption list among public service offices: BBS     |     
  • Toll-free entry for vehicles via airport area expressway Thursday     |     
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     

ঢাকায় মুষলধারে বৃষ্টি, রাস্তায় পানি জমে যাত্রীদের ভোগান্তি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-09-03, 10:30am

img20240903072145-0f7b9a69753df7de1915293e67a1ff601725337808.jpg




রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি, কোথাও কোমর সমান পানি। ভোগান্তিতে পড়েছে কর্মস্থলে ছুটে চলা মানুষ। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার পর শুরু হয় ঝুম বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি চলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন রাজধানীবাসী। বের হয়েই পড়েছেন চরম ভোগান্তিতে। সকাল ৭টার দিকে গ্রিন রোডে সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। কারওয়ান বাজার এলাকায় রিকশার আসন পর্যন্ত পানি উঠতে দেখা গেছে। এ ছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমণ্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনিপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এ ছাড়া মিরপুর কাজীপাড়ায় দেখা গেছে কোমর সমান পানি। কাজী নজরুল ইসলাম এভিনিউতে মূল সড়কের একাংশ পানিতে ডুবে থাকতে দেখা গেছে। ফলে গাড়িগুলোকে রাস্তার একপাশ দিয়ে চলতে দেখা গেছে। এতে যানজট হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রুপক হাসান। তিনি জানান, থাকেন মিরপুর-১০ এ। এই এলাকায় সড়কে জমেছে পানি। চাকরি করেন কারওয়ান বাজারের একটি প্রতিষ্ঠানে। আগে মেট্রোরেলে চড়ে অফিস যেতেন সহজেই। কিন্তু, মিরপুর-১০ ও কাজীপাড়ায় মেট্রোস্টেশন বন্ধ। পড়েছেন বিপাকে। অনেক অপেক্ষার পর উঠেছেন বাসে। সকাল ৬টা ৫০ মিনিটের দিকে বাসে উঠে গন্তব্যে পৌঁছেছেন সকাল ৯টায়।

রুপক আরও বলেন, শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে তালতলা পর্যন্ত প্রচুর মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছেন গণপরিবহণের জন্য। বৃষ্টি ও সড়কে পানি থাকায় গণপরিবহণের সংখ্যা কম।

পুরান ঢাকার পার্থ প্রতীমও জানান তার ভোগান্তির কথা। তিনি বলেন, সকালে বৃষ্টির কারণে গণপরিবহণ প্রায় নেই। নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। ঝড়ো বৃষ্টিতে ছাতা থাকা সত্বেও ভিজতে হয়েছে।

এদিকে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরেও ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়। রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে, আজ ভোর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, আবার সামান্য বৃষ্টি—এমন অবস্থা কয়েকদিন ধরে চলছে রাজধানীতে। তথ্য সূত্র এনটিভি নিউজ।