News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত

খবর 2022-02-28, 11:37pm

bangladesh-%c2%a9-jiri-rezac-visum-redux-the-atlantic-via-microsoft-news-69ce8add847b2e713b52f88febd250911646069828.jpg




নাটোর, ২৮ ফেব্রুয়ারি: নাটোরের উত্তরা গণভবনে গতরাতে অনুষ্ঠিত হলো পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২। অন্ধকারে লেজার রশ্মির মাধ্যমে দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই সাংস্কৃতিক উৎসব। শুরুতেই সাংস্কৃতিক পরিবেশনা করেন ভারত ও স্বাগতিক দেশের শিল্পীরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রাম প্রসাদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, রত্না আহমেদ ও পৌর মেয়র উমা চৌধুরী।

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে শান্তিপূর্ণ, উন্নত, আধুনিক, নান্দনিক, মানবিক ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ-ভারত মৈত্রী ও বন্ধুত্বের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত এই অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের যে রাজনৈতিক সম্পর্ক, এর সাথে অর্থনৈতিক ও সমৃদ্ধির সম্পর্ক ত্বরান্বিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী আরো বলেন ভারতের সহায়তায় নাটোরে হাইটেক পার্ক, বাংলাদেশ ভারত ডিজিটাল এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার হচ্ছে। এছাড়া ৬৪ জেলায় এডুকেশন, ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার (এডুটেইনমেন্ট) প্রতিষ্ঠা করছে সরকার। - তথ্যবিবরণী নম্বর : ৮০২