News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে ভূমিসেবা - ভূমি সচিব

স্টাফ রিপোর্টারঃ খবর 2022-03-11, 1:34am




ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষামূলকভাবে ফেসবুক পেজের মাধ্যমেও ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা দেওয়ার সুবিধা চালু করা করেছে।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এই কথা জানান।

ভূমিসচিব আরও জানান, ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবা নম্বর ১৬১২২-এ ফোন করে এখন যেসব সেবা পাওয়া যাচ্ছে সেই ধরণের সকল সেবাই -

'ভূমিসেবা Land Service' (https://www.facebook.com/land.gov.bd) ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে। তিনি আশাপ্রকাশ করেন এতে দেশের ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীরা উপকৃত হবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রম উন্নয়নে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও আইসিটি সেবাদান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।   

উল্লেখ্য, ভূমিসেবা গ্রহীতাগণ ফেসবুকের উপর্যুক্ত ফেসবুক পেজে গিয়ে তাঁদের সমস্যা, অভিযোগ কিংবা জিজ্ঞাস্যের ব্যাপারে পোস্ট করলে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে পেজে মেসেজ (বার্তা) পাঠালে ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবা কেন্দ্র তার উত্তর দিবে। 

প্রসঙ্গত, বর্তমানে ১৬১২২ (এবং বিদেশ থেকে এর লং-কোড ৮৮০ ৯৬১২-৩১৬১২২ এ) নম্বরে ফোন করে রাতদিন ২৪ ঘন্টার যেকোনো সময় পৃথিবীর যেকোনো স্থান থেকে বাংলাদেশের নাগরিক কিংবা ভূমির মালিক তাঁদের জমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। ১৬১২২ নম্বরে ফোন করে এখন ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে, এবং করা যাচ্ছে নামজারির আবেদন। এছাড়া, ১৬১২২ নম্বরে ফোন দিয়ে এখন বাংলাদেশের যেকোনো স্থান থেকে বাসায় বসেই পাওয়া যাচ্ছে খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপ। ১৬১২২ নম্বরে ফোন করে আরও পাওয়া যাচ্ছে ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ। এমনকি দেশে বিদ্যমান ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কেও দেশের নাগরিকরা এই নম্বরে ফোন দিয়ে জানতে পারছেন।

ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক ভেরিফাইড ফেসবুক পেজ ‘ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh’ (www.facebook.com/minland.gov.bd) হতে ফেসবুকে নিয়মিত তথ্য অবগত করার কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এই পেজ থেকে সরাসরি ভূমিসেবা দেওয়া হবেনা। এছাড়া 'ভূমিসেবা Land Service' নামক ফেসবুক গ্রুপেরও সদস্য হতে পারবেন যে কেউ। তবে আপাতত এই গ্রুপ থেকেও কোনো ভূমিসেবা দেওয়া হবেনা।

ফেসবুকে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে কেবল নতুনভাবে চালু করা 'ভূমিসেবা Land Service' (https://www.facebook.com/land.gov.bd) ফেসবুক পেজ থেকে। পরবর্তীতে এই ফেসবুক পেজটিও ভেরিফিকেশনের উদ্যোগ গ্রহণ করা হবে।