News update
  • Israeli forces kill over 1,000 Gaza aid-seekers since May     |     
  • Israel's allies see evidence of war crimes in Gaza mounting up     |     
  • Identities of 6 Uttara jet crash victims not yet confirmed     |     
  • Mass Starvation Grips Gaza, Warn 100+ NGOs as Aid Stalls     |     
  • Guterres: Fossil Fuel Era Ending, Urges New Climate Plans     |     

আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন উঠছে কেন

বিবিসি বাংলা খবর 2024-12-14, 6:54pm

ewrwererq-601c47ffc4e28abc63853683ee1f094d1734180895.jpg




মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে- এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডঃ খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ ইঙ্গিত দিয়েছেন।

মি. রহমান আজ শনিবার বিবিসি বাংলাকে বলেছেন, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কি না তা নিয়ে 'সুচিন্তিত' পদক্ষেপ নেয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মিয়ানমার বিষয়ক গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলছেন, আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে।

তবে এর ভিন্নমতও রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম (অবসরপ্রাপ্ত) বলছেন সীমান্ত অঞ্চল আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে এটি যেমন সত্যি, তেমনি রাখাইনের রাজধানী এখনো সরকারের নিয়ন্ত্রণে।

"পাশাপাশি নেপিদো সরকারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে। সে কারণে চলমান পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্ক -উভয় দিক বিবেচনায় নিয়েই বাংলাদেশকে এগুতে হবে," বলেছেন তিনি।

থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার তাদের এক প্রতিবেদনে লিখেছে যে, বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে।

মূলত গত এগারই ডিসেম্বর খবর আসে যে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোন বিদ্রোহী গোষ্ঠী।

এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি।

এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ কী ভাবছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 'রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ' শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন ডঃ খলিলুর রহমান।

তিনি সেখানে বলেছেন 'আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কী হয় তা এখনো অস্পষ্ট। তবে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে। তবে গভীরভাবে বিবেচনা না করে কোনও পদক্ষেপ নেওয়া হবে না'।

বিষয়টি নিয়ে  বিবিসি বাংলার সাথে কথা বলেছেন মি. রহমান।

তিনি বলেন, আরাকানের পরিস্থিতির দিকে তারা গভীরভাবে নজর রেখেছেন এবং পরিস্থিতি অনুযায়ী সুচিন্তিত সিদ্ধান্তই তাদেরকে নিতে হবে।

"আমাদের জন্য সীমান্ত ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। রাখাইনের সাথে আমাদের সীমান্ত আছে। তবে সেখানকার পরিস্থিতি ঠিক কী অবস্থায় আছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় কারা সেটি নিশ্চিত হয়েই আমাদের পদক্ষেপ নিতে হবে," তিনি বলেন।

আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগ মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোন ইস্যু হবে কি না জানতে চাইলে মি. রহমান বলেন, ''সে প্রশ্ন এখনো আসছে না, কারণ বাংলাদেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে মাত্র''।

এর মধ্যেই আরাকান আর্মির সাথে কোন যোগাযোগ সরকারের হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি তারা সীমান্ত নিয়ন্ত্রণ করছে। আমরা আরও দেখবো। সীমান্ত কারা নিয়ন্ত্রণ করছে সেটি স্পষ্ট হতে হবে আগে"।

অর্থাৎ আরাকান আর্মির সাথে এর মধ্যেই যোগাযোগ হয়েছে কি না কিংবা যোগাযোগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কি না সেটি এখনো পরিষ্কার নয়।

তবে রাখাইন ও মিয়ানমার ইস্যুর দিকে নজর রাখেন সরকারের এমন কিছু সূত্র বলছে, কোন চ্যানেলে কীভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ হতে পারে তা নিয়ে নানামুখী তৎপরতা চলছে।

আরাকান আর্মি কারা

কাচিন ইন্ডিপেনডেন্ট আর্মির (কেআইএ) সহায়তায় ইউনাইটেড লীগ অব আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় ২০০৯ সালে। তাদের লক্ষ্য, একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা।

আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ধারণা করা হয় ২০১৫ সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয়।

সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চিন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এসে আরাকান আর্মির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সরকারি বাহিনী।

এ কারণে গত বছরের মাঝামাঝি থেকেই আরাকান আর্মির সাথে বাংলাদেশের অনানুষ্ঠানিক যোগাযোগের তাগিদ দিতে থাকেন অনেকে।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন গত নভেম্বরে এক আলোচনায় অংশ নিয়ে বলেছিলেন রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্ক রাখায় যায় না। 'কিন্তু সম্পর্কের বিভিন্ন মাত্রা আছে। আমাদের মূল সমস্যা আরাকানে। নতুন যে ব্যবস্থা আসবে তাতে রাখাইনে আরাকান আর্মিই হবে বড় ফ্যাক্টর। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে'।

মি. হোসেন এখন বাংলাদেশের অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, রাখাইন অঞ্চল থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে আরো সাত বছর আগে। কিন্তু সেই সংকট সমাধানের কোন কূলকিনারা হচ্ছেনা।

কেন আরাকান আর্মির সাথে যোগাযোগের প্রশ্ন

মিয়ানমার বিষয়ের লেখক ও গবেষক আলতাফ পারভেজ কয়েক বছর আগে আরাকান আর্মির জেনারেল নায়েং এর সাক্ষাতকার নিয়েছিলেন। তখন থেকেই তিনি আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

তার মতে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং ব্যবসা বাণিজ্য—এ তিনটি কারণে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ তৈরি করা বাংলাদেশের জরুরি হয়ে পড়েছে।

"এখনকার বাস্তবতা হলো আরাকান আর্মিই সেখানকার প্রধান শক্তি। বিশেষ করে রোহিঙ্গা প্রধান উত্তর আরাকানের বিপুল এলাকা তাদের দখলে চলে গেছে। সে কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলেও তাদের সম্মতির দরকার হবে। এটা সম্পূর্ণ নতুন এক বাস্তবতা। এখন এর নেপিদোর সরকার (জান্তা সরকার) চাইলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

তার মতে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে কি না বা কীভাবে গড়ে তুলবে কিংবা সেই যোগাযোগে রোহিঙ্গাদের কীভাবে যুক্ত করবে- এসব বিষয়ে চিন্তা ভাবনা করে এগুতে হবে।

তিনি বলেন, "কারণ মনে রাখতে হবে রোহিঙ্গাদের আরও সংগঠন আছে। তেমন কোন কোন সংগঠন আবার আরাকান আর্মির বিরুদ্ধেও আছে"।

অন্যদিকে একসময় সিটওয়েতে বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর (অব.) এমদাদুল ইসলাম। মিস্টার ইসলাম বলছেন রাখাইন রাজ্য পুরোটা আরাকান আর্মি দখল হয়েছে এটা এখনি বলা যাবে না। তবে সীমান্ত জুড়ে তাদের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে।

"আবার রাখাইনের রাজধানী, পার্লামেন্ট সরকারের নিয়ন্ত্রণে আছে। সরকারি বিমান, নৌ ও সেনাবাহিনীও এখনো কোন পদক্ষেপ নেয়নি। নেপিদোতেও মিয়ানমার সরকার আছে, যার সাথে কূটনৈতিক সম্পর্ক আছে বাংলাদেশের। এসব কিছু বিবেচনায় নিয়েই বাংলাদেশকে এগুতে হবে," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

যদিও কেউ কেউ মনে করেন সুনির্দিষ্ট কিছু কারণে আরাকান আর্মির সাথে দ্রুত 'অনানুষ্ঠানিক' যোগাযোগ করা উচিত বাংলাদেশের। এর প্রথম কারণ হলো সীমান্ত ব্যবস্থাপনা, যাতে করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ আর না ঘটতে পারে।

এছাড়া সাম্প্রতিক সময়ের লড়াইয়ে হেরে সরকারি বাহিনী বিপুল অস্ত্র ফেলে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এগুলোর চোরাচালানের আশংকা আছে বাংলাদেশের দিক থেকে এবং এই নিরাপত্তা ঝুঁকির কারণেও অনেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের তাগিদ দিচ্ছেন।

যদিও রোহিঙ্গা ইস্যু গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমন কিছু সূত্র বলছে আরাকান আর্মির সাথে বাংলাদেশের অনানুষ্ঠানিক একটি যোগাযোগ চ্যানেল গত বছরেই তৈরি হয়েছিলো। কিন্তু সেটি এখনো কাজ করছে কি না সে সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি।