আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
এ সময় উমামা ফাতেমা বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এমনকি সরকারকে সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে।
এই মুখপাত্র আরও বলেন, জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে ’৯০ ও ’৭১ এর মতো ’২৪ কে ব্যর্থ হতে দেব না।
উমামা ফাতেমা ’২৪ এর যোদ্ধাদের জুলাইয়ের স্পিরিট সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
এদিন বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রের ঢল নামে। ঢাকার বাইরে থেকে আসা বিপ্লবীরা সকাল থেকে শহীদ মিনারে ও আশপাশের এলাকায় অবস্থান করতে দেখা গেছে। কর্মসূচিতে অভ্যুত্থানে অংশ নেওয়া আহতরাও এসেছেন।
এর আগে, অভ্যুত্থান পরবর্তী জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করার সিদ্ধান্ত আসায় আগের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সংগঠনটি। আরটিভি