News update
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     

পাসপোর্ট সূচকে আরও তিন ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-09, 7:30am

img_20250109_072628-b0857af0caa2465133111ae8f4506aba1736386219.jpg




২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯৭তম থেকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০০তম। একই অবস্থানে আছে ফিলিস্তিন ও লিবিয়া।

বুধবার (৮ জানুয়ারি) চলতি বছরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে দ্য হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয়।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে।

দ্য হেনলি পাসপোর্ট সূচক শীর্ষে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা। এছাড়া ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে।

২০২৪ সালের সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন। তবে প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫ নম্বরে। ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এছাড়া পাকিস্তানের অবস্থান তিন ধাপ এগিয়ে ১০৩ নম্বরে এসেছে। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৩৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

এদিকে, ২০২৩ সালের মতো ২০২৪ সালের সূচকেও তলানিতে আছে আফগানিস্তান। তবে তালিকায় পাকিস্তান, আফগানিস্তান ছাড়া বাংলাদেশের পেছনে আছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, ইরাক ও সিরিয়া। আর বাংলাদেশের ঠিক আগে ৯৯তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। আরটিভি