সম্প্রতি এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। এবার সেই ভিডিওটি শেয়ার করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে নানাভাবে বসন্তবরণ আর ভালোবাসা দিবস উদযাপন করা হচ্ছে। এরমধ্যে বিকাল ৫টা ২০ মিনিটে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে আসিফ নজরুল লেখেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালবাসা।’
ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন হিমেল চাকমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাঠি আর বডি সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ এরে বের করে পুরস্কৃত করেন।’
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য। তিনি হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না শুধু সড়ক এবং খুঁটিতে আঘাত করে ভয় দেখাচ্ছেন এবং ছত্রভঙ্গ করে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ওই পুলিশ সদস্যের প্রশংসা করছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সামাজিকযোগাযোগমাধ্যম ব্যবহারকারী জুবায়ের জুয়েল রানা নামে একজন ফেসবুক ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করেন ক্যাপশনে লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিলো’।
তবে ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।