News update
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     

সামনে নির্বাচনে আপনারা শাঁখা সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-08-16, 6:10pm

7e4a379708d55dd830f7bc7ac9be7819139f38f698faccac-70955f77c7f941f6f469c4ae9644723a1755346237.jpg




স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেছেন, ৫ আগস্ট এর পরে যে অভূতপূর্ব ঐক্য দেখা দিয়েছে সেটা ধরে রাখতে পারলে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এ দেশে নিজ নিজ ধর্ম পালনে কোনো নিষেধাজ্ঞা নেই। কেউ বাধা দিলে সরকার প্রতিহত করবে এবং বিচার নিশ্চিত করবে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোরে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন।

এসময় স্বরাষ্ট্র সচিব আরও বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টি হত্যার চেয়েও জঘন্য। ফলে উসকানি দাতাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সরকার তাদের প্রতিহত করবে। সামনে নির্বাচন আসছে আপনারা শাঁখা সিঁদুর পরে ভোট দিতে যাবেন।

অনুষ্ঠানে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দজী মহারাজ বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় সব ধর্ম ও বর্ণের মানুষ ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে দুপুর ২টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।