News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে মাখোঁ ও জেলানস্কির ফোনালাপ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-01, 1:15pm




ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি দীর্ঘ মেয়াদে ইউক্রেন সংঘাত সমাধানের আশায় আলোচনার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেছেন।
এ দুই প্রেসিডেন্টের ফোনালাপের পর এলিসি প্রাসাদের শনিবার দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর তাস’র।
বিবৃতিতে বলা হয়, এ দুই প্রেসিডেন্ট ইউক্রেন সংঘাতের একটি স্থায়ী সমাধান ও ইউরোপের নিরাপত্তা পুন:প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনার ওপর জোর দেন।
এলিসি প্রাসাদ জানায়, এ প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তার ব্যাপারে তার প্রতিশ্রুতি বজায় রাখার এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে চুক্তির শর্তগুলো সহজতর করার ক্ষেত্রে তারা ইচ্ছার কথা ব্যক্ত করেন।’ তথ্য সূত্র: বাসস।