News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

লা লিগা: দ্বিতীয়স্থানে উঠলো বার্সেলোনা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:51pm




স্প্যানিশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বার্সেলোনা। 
গতরাতে নিজেদের মাঠে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। বার্সার পক্ষে গোল দু’টি করেন মেমফিস ডিপে ও সার্জিও বাসকুয়েটস। মায়োর্কার পক্ষে একমাত্র গোলটি করেন আন্তোনিও রেইলো। 
আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা-লিগার শিরোপা জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তাই বার্সেলোনার লক্ষ্য এখন, শীর্ষ চারের মধ্যে থাকা। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট তুলে শিরোপা নিশ্চিত করে রিয়াল। 
৩৪ ম্যাচ শেষে ১৯ জয়, ৯ ড্র ও ৬ হারে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বার্সেলোনা। 
আর ৩৪ ম্যাচে ৮ জয়, ৮ ড্র ও ১৮ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তমস্থানে মায়োর্কা।  তথ্য সূত্র বাসস।