News update
  • Campaign Opens as Tarique Starts in Sylhet, Jamaat Heads North     |     
  • BNP Expels 59 More Rebels for Defying Election Line     |     
  • Govt Plans to Keep Two State Banks, Merge Remaining Ones     |     
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     

উইকেট শূন্য মুস্তাফিজ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:52pm




চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অষ্টম ম্যাচে বল হাতে উইকেট শূন্য থাকলেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। 
গতরাতে টুর্নামেন্টের ৪৫তম ম্যাচে লক্ষেনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি মুস্তাফিজ। আর এই ম্যাচে ৬ রানে ম্যাচ হারে দিল্লি। 
এই হারে ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থাকলো দিল্লি। 
এবারের আসরে এখন পর্যন্ত বল হাতে ৮ ম্যাচে ৩২ ওভার বল করে ২৪৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।  তথ্য সূত্র বাসস।