News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

আগুন নিয়ন্ত্রণে কাজ করা সদস্যদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-18, 8:15pm

rtertertew-100ce547341e49c7457e43859582d3961760796912.jpg




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করা সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

তারেক রহমান লিখেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। আশা করি সবাই নিরাপদে আছেন।

এ ছাড়া জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সাথে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও মিরপুরের পোশাক কারখানা। এসব অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করা যায়। 

আরটিভি