News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

শাহজালালে যাত্রীসেবা রাতেই চালুর আশা বিমান উপদেষ্টার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-18, 8:32pm

dfdsfdsf-a29efb7b1c7e50ee9fee822658da8e251760797945.jpg




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা আজ (শনিবার) রাত থেকেই চালু করার আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপণ হয়নি। আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ, এয়ারপোর্টে এ মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত পারি–আজ রাতের মধ্যেই ফ্লাইট ওপেন করব।’

তিনি আরও বলেন, আমদানি পণ্য রাখতে বিকল্প ওয়্যার হাউজের ব্যবস্থা করা হবে।

এর আগে বিমানবন্দরের রানওয়ে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। এতে  ঢাকা অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।

এর মধ্যে হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি বিমান অবতরণের অনুমতি না পেয়ে দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর কাটতে থাকে। অন্যদিকে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইটটিকে পাঠানো হয় ভারতের কলকাতা বন্দরে। এ ছাড়া ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটকে নামানো হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটও ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট উড্ডয়নের পরও পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইটও আটকা পড়ে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট যাত্রীবাহী বিমান হওয়া সত্ত্বেও রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হয়।

এদিকে কুয়েতের বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ঢাকা বিমানবন্দরের রানওয়ে খোলার আগপর্যন্ত কুয়েত থেকে ঢাকার উদ্দেশে  ফ্লাইট ছাড়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কার্গো ভিলেজে দাউ দাউ করে আগুন জ্বলছে।