News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Thursday morning     |     
  • Economy Stabilises Unevenly as Banking Crisis Drags Growth     |     
  • Jamaat Signals Openness to Unity Government After Polls     |     
  • Let's build a society of love, tolerance, peace and harmony: Tarique Rahman      |     
  • Bangladesh at a Crossroads as 2025 Reshapes the Nation     |     

র‌্যাব এর ঈদ পুনর্মিলনী উদযাপিত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 7:38am




র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ঈদ পুনর্মিলনী বুধবার রাজধানীর কুর্মিটোলা র‌্যাব সদরদপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে উদযাপিত  হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি. পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল হক, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, কূটনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, র‌্যাব সদরদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা, পুলিশ বাহিনীসহ  সংশ্লিষ্ট অন্যান্য উধর্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 
পরে নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তথ্য সূত্র বাসস।