News update
  • Tarique Rahman Pays Tribute at Shaheed Osman Hadi’s Grave     |     
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     

চুক্তি নবায়নের পর পরবর্তী পর্যায় নিয়ে মনোযোগী আর্তেতা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-07, 4:11pm




আর্সেনালের সঙ্গে ইতোমধ্যেই আগামী তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন কোচ মিকেল আর্তেতা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত তিনি লন্ডনের ক্লাবটিতেই থাকছেন। চুক্তি নবায়ন করার পর তার মূল লক্ষ্যই হলো আর্সেনালকে ‘পরবর্তী পর্যায়ে’ নিয়ে যাওয়া।
৪০ বছর বয়সী আর্তেতা ২০১৯ সালে উনাই এমেরির স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার অধীনে পাঁচ বছরের অনুপস্থিতির অবসান ঘটিয়ে গানার্সরা আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার দ্বারপ্রান্তে রয়েছে। বর্তমানে উত্তর লন্ডনের প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের থেকে দুই পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল, হাতে রয়েছে আর মাত্র চারটি ম্যাচ। 
নতুন চুক্তিতে স্বাক্ষর করার পর ক্লাবের এক বিবৃতিতে আর্তেতা এ সম্পর্কে বলেছেন, ‘আমরা এই ক্লাবকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই এবং শীর্ষ দলগুলোর সাথে ধারাবাহিক প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে চাই। আর সেটা করতে হলে আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে। আমাদের অবশ্যই ক্লাবকে বিবর্তিত করতে হবে, খেলোয়াড়দের উন্নতি করতে হবে, সব বিভাগে উন্নয়নটা জরুরী। সমর্থকদের সাথে যোগাযোগটা আরো গভীর করে তুলতে হবে। সব মিলিয়ে বলা যায় এমিরেটসের পরিবেশটা আরো বন্ধুত্বপূর্ণ করে গড়ে তুলতে হবে। নির্দিষ্ট লক্ষ্যের কাছে পৌঁছাতে হলে ক্লাবের জন্য সম্ভাব্য সেরা প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে হবে।’
এমিরেটসে এসেই প্রথম বছরে আর্সেনালকে তিনি এফএ কাপের শিরোপা উপহার দিয়েছিলেন। গত এক দশকে প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে শুরু সত্বেও ধীরে ধীরে আর্সেনালকে আবারো শীর্ষ চারে উঠিয়ে নিয়ে আসেন আর্তেতা। অথচ সেপ্টেম্বরে তাকে বরখাস্তের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের সাথে সম্পর্কের ইতি ঘটিয়ে তুলনামূলক তরুনদের উপর জোড় দিয়ে সফল হবার পর আর্তেতার উপর আত্মবিশ্বাস ফিরে পায় গানার্সরা। জানুয়ারিতে অবামেয়াং আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন। 
সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির বিপক্ষে দুর্দান্ত জয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান মজবুত হয়েছে। তবে আগামী সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে লন্ডন ডার্বির ম্যাচটি তাদের ভাগ্য গড়ে দিতে পারে। রোববার ধুকতে থাকা লিডসকে আতিথ্য দিবে আর্তেতার দল। গত মাসে ক্রিস্টাল প্যালেস, ব্রাইটন ও সাউদাম্পটনের সাথে পরপর তিন ম্যাচে পরাজয়ের পরেই তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছিল বলে আর্তেতা স্বীকার করেছেন। এ সম্পর্কে আর্তেতা বলেন, ‘তিনটি পরাজয়ের পর চুক্তি বৃদ্ধির প্রস্তাব সাধারনত ফুটবলে ঘটে না। এখানেই প্রমান হয় আমার উপর তাদের কতটা আস্থা আছে। এই আস্থার প্রতিদান এখন আমি ও আমার দল দিতে চাই।’
আর্তেতা বিশ্বাস করেন চ্যাম্পিয়ন্স লিগে ফেরার জন্য লড়াই চালিয়ে যাওয়া তার দল নতুন এই চুক্তির মাধ্যমে মানসিক ভাবে আরো চাঙ্গা হয়ে উঠবে।  তথ্য সূত্র বাসস।