News update
  • Gold price goes up again in Bangladesh     |     
  • Suicide bomber targets Islamabad court, killing 12 people, wounding 27     |     
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     

এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসির ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-10, 7:28am




ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২টি ওয়ার্ডে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। 
আজ সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অঞ্চল-১ এর আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের সেক্টর-৭ এর আশপাশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্মানাধীন ভবন এবং বাসা বাড়ীতে এডিস মশার লার্ভা পাওয়ায়য় ৪টি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অঞ্চল-২ এর আওতাধীন ওয়ার্ড-২ এ পল্লবী থানা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৪টি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তথ্য সূত্র বাসস।