যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, “ইউক্রেনের পূর্বাঞ্চলে চলা যুদ্ধে প্রচুর অগ্র-পশ্চাৎ অগ্রসরের ঘটনা ঘটছে” এবং রাশিয়া যা চাইছিল “সেরকম বড় ধরণের উদ্দেশ্য অর্জন করতে পারা থেকে দেশটি প্রায় দুই সপ্তাহ পিছিয়ে আছে।”
কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, দনবাস অঞ্চলে রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি হচ্ছে “ধীর ও অসম” এবং দেশের অধিকাংশ উদ্যম মনে হয় ইযিউম এবং পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে কেন্দ্রীভূত।
কর্মকর্তা উল্লেখ করেন উভয় পক্ষের এলাকার সাথে পরিচয় থাকায় ও সেই সাথে দূর পাল্লার আঘাত হানার উপর এরা বেশি মাত্রায় নির্ভরশীল হওয়ায় পূর্ব ইউক্রেনে যুদ্ধ “প্রলম্বিত হতে পারে।”
সাংবাদিকদের আরও বলা হয় যে মারিউপোলে বিমান হামলা অব্যাহত আছে এবং ওদেসার উপর অতিরিক্ত কিছু সীমিত মাত্রার আঘাত যুক্তরাষ্ট্র দেখেছে।
কর্মকর্তা আরও উল্লেখ করেন যে কৃষ্ণ সাগর নৌ-বহরের প্রধান জাহাজ মস্কভা গত মাসে ডুবে যাওয়ার পর থেকে রাশিয়ার যুদ্ধ জাহাজ ওদেসা থেকে দূরত্ব বজায় রাখছে এবং তাদের উভচর হামলা চালানোর কোনরকম আভাস পাওয়া যায় নি। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।