News update
  • Danger warning issued for Bangkok as extreme heat bites     |     
  • Severe heat wave continues in parts of Bangladesh     |     
  • Despite relaxed terms, Dhaka missed IMF forex reserves target     |     
  • 'So hot you can't breathe': Extreme heat hits the Philippines     |     
  • PM Hasina departs for Thailand on six-day official visit     |     

উয়েফা প্রাইজ মানি প্রাপ্তির তালিকায় শীর্ষে চেলসি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-12, 2:35pm

image-41590-1652341216-3b242a3218593c14628fe892e936ed631652344504.jpg




গত মৌসুমে উয়েফার কাছ থেকে প্রাইজ মানি বাবদ প্রায় ১২০ মিলিয়ন ইউরো অর্জন করেছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসি। আর এর ফলে প্রাইজ মানি প্রাপ্তির তালিকায় শীর্ষস্থান দখল করেছে লন্ডনের ক্লাবটি। ইউরোপীয়ান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
চ্যাম্পিয়ন্স লিগের ৩২টি ক্লাবের মধ্যে সর্বমোট ১.৯ বিলিয়ন ইউরো বিতরণ করা হয়েছে। এই তালিকায় আরেক ফাইনালিস্ট ১১৯ মিলিনয় ইউরো আয় করে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রাইজ মানির অর্থ সব মিলিয়ে চলতি মৌসুমসহ আগামী দুই বছরের জন্য আরো প্রায় ২ বিলিয়ন ইউরো বাড়ানো হয়েছে। 
গত আসরের সেমিফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও পিএসজি প্রত্যেকে পেয়েছে ১১০ মিলিয়ন ইউরো। চেলসির প্রাপ্ত অর্থ শেষ ১৬ থেকে বিদায় নেয়া বার্সেলোনা ও জুভেন্টাসের থেকে অন্তত ৩৫ মিলিয়ন ইউরো বেশী। উয়েফার তালিকা অনুযায়ী বার্সেলোনা ৮৫ মিলিয়ন ইউরো ও জুভেন্টাস ৮৩ মিলিয়ন ইউরোর কিছু কম অর্থ পেয়েছে। 
গ্রুপ পর্বের ৬টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজিত হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়ন ফেরেনভারোস সবচেয়ে কম ১৮.৪৫ মিলিয়ণ ইউরো অর্জন করেছে। 
তবে আরো একবার চ্যাম্পিয়ন্স লিগ ও দ্বিতীয় টায়ারের ইউরোপা লিগের প্রাইজ মানির মধ্যে পার্থক্যটা বেশ নজড়ে এসেছে। এবারও ইউরোপা লিগে ক্লাবগুলোকে সর্বমোট দেয়া হয়েছে ৫৪১ মিলিয়ন ইউরো যা চ্যাম্পিয়ন্স লিগের থেকে ২৮ শতাং কম। ইউরোপা লিগের বিজয়ী ভিয়ারিয়াল পেয়েছে ৩৩.১ মিলিয়ন ইউরো। তথ্য সূত্র বাসস।