প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে আটজনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও ম্যানচেস্টার সিটি প্লেমেকার কেভিন ডি ব্রুইনা।
এবারের আসরে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন মিশরীয় স্ট্রাইকার সালাহ। এর সাথে তার রয়েছে ১৩টি এ্যাসিস্ট। ১৫ গোল করে ব্রুইনা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। বেলজিয়ান এই তারকার ঝুলিতে রয়েছে সাত এ্যাসিস্ট। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সালাহ ও ২০১৯-২০ মৌসুমে বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন ডি ব্রুইনা।
বর্ষসেরার তালিকায় থাকা অপর ছয় খেলোয়াড় হলেন লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, সিটির হুয়াও ক্যান্সেলো, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জেরড বোয়েন, আর্সেনালের বুকায়ো সাকা, টটেনহ্যাম হটস্পারের সন হেয়াং-মিন এবং সাউদাম্পটনের জেমস ওয়ার্ড-প্রাউস।
গত মৌসুমে এই পুরস্কার অর্জন করেছিলেন সিটি ডিফেন্ডার রুবেন দিয়াস।
প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে দেয়া ভোট ও লিগের ২০টি ক্লাবের অধিনায়ক এবং ফুটবল বিশেষজ্ঞ প্যানেলের ভোটের মাধ্যমে বর্ষসেরা খেলোয়াড় বেছে নেয়া হয়। তথ্য সূত্র: বাসস।