News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

সড়ক দুর্ঘটনায় নিহত অ্যান্ড্রু সায়মন্ডস

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-15, 9:25am




অস্ট্রেলিয়ার দুই বারের বিশ্বকাপ জয়ী (২০০৩ ও ২০০৭) ও সাবেক অল-রাউন্ডার অ্যান্ড্রু সায়মন্ডস কুইন্সটাউনের টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চলতি বছরে অজি তারকা লেগ স্পিনার শেন ওয়ার্নকে হারানোর পর আবারও শোক নামলো অস্ট্রেলিয়ায়।

পুলিশ আরও জানিয়েছে, ‘৪৬ বছর বয়সী সায়মন্ডসের সঙ্গে থাকা চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে বাঁচানো যায়নি সায়মন্ডসকে।’

দুই মাস আগে থাইল্যান্ডে সন্দেহভাজন হার্ট অ্যাটাকের কারণে ৫২ বছর বয়সে লেগ-স্পিন গ্রেট শেন ওয়ার্নের মৃত্যুর পর সাইমন্ডসের মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ল্যাচলান হেন্ডারসন বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট আরেকজন সেরাকে হারিয়েছে৷ অ্যান্ড্রু ছিলেন প্রজন্মের একজন প্রতিভা, যিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যে এবং কুইন্সল্যান্ডের ক্রিকেট সমৃদ্ধির ইতিহাস হয়ে থাকবেন৷ অস্ট্রেলীয় ক্রিকেটের পক্ষ থেকে আমাদের গভীর সহানুভূতি অ্যান্ড্রুর পরিবার, সতীর্থ এবং বন্ধুদের প্রতি।’

সায়মন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট খেলে ৪০.৬১ গড়ে ১ হাজার ৪৬২ রান করেছেন এবং অফ-স্পিন এবং মিডিয়াম পেস বোলিং করে ২৪টি উইকেট নিয়েছেন।

২০০৮ সালে সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে তার দুর্দান্ত ১৬২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১২২ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তথ্য সূত্র: আরটিভি নিউজ।