News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

লিবিয়া থেকে ইউরোপ অভিমুখী ৮১ অভিবাসীকে উদ্ধার তিউনিশিয়ার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-15, 4:25pm




তিউনিশিয়ার নৌবাহিনী শনিবার জানিয়েছে, তারা ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী রয়েছেন। তারা সমুদ্রযাত্রার উপযোগী একমাত্র জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। খবর এএফপি’র।
নৌবাহিনী জানায়, জাহাজটি রওনা দিয়ে তিউনিশিয়ার উত্তরপূর্ব উপকূল থেকে ছয় কিলোমিটার দূর পর্যন্ত যায়। জাহাজটি ক্ষতিগ্রস্ত ছিল।
এ ব্যাপারে তারা কর্মকর্তাদের বলেন, জাহাজটিতে মিশরের ৩৮, বাংলাদেশের ৩২, সুদানের ১০ ও মরোক্ক’র এক নাগরিককে বহন করা হচ্ছিল। তারা তিউনিশিয়ার সাথে লিবায়া সীমান্তবর্তী উপকূলীয় আবু কামাশ গ্রাম থেকে রওনা দিয়েছেলেন।
প্রক্রিয়াগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউরোপের কোন দেশে পাড়ি দেয়ার জন্য তিউনিশিয়া ও প্রতিবেশি দেশ লিবিয়া অভিবাসীদের কাছে আকর্ষণীয় কেন্দ্র।
তিউনিশিয়া উপকূল থেকে ইতালির লম্পাদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।
নিরাপত্তা সূত্র জানায়, গত মাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন নৌযানে করে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নেয়া ৫৪২ জনকে গ্রেফতার করে লিবিয়া কর্তৃপক্ষ।
এএফপি’র এক ফটোগ্রাফার জানান, এদের অধিকাংশ বাংলাদেশ থেকে এসেছেন।
এদিকে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, ২০২১ সালে ভূমধ্যসাগরে ডুবে প্রায় ২০০০ অভিবাসী মারা যান বা নিখোঁজ হন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ১,৪০১ জন। তথ্য সূত্র বাসস।