News update
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     
  • Spanish tourists among four killed in Afg shooting     |     
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     
  • Woman, son among four die as lightning strikes in Narsingdi     |     
  • BD, Indian, Pakistani students under attack by mobs in Kyrgyzstan     |     

খারকিভের আশপাশ থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নিচ্ছে, কিন্তু পূর্বাঞ্চলে আক্রমণ বেড়েছেঃ ইউক্রেন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-16, 7:30am

03190000-0aff-0242-3023-08da3630f284_w408_r1_s-39c0999620d59fb514bfefb60bbbeb321652664622.jpg




কিইভ, ইউক্রেন — কয়েক সপ্তাহ ধরে বোমাবর্ষণের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির চারপাশ থেকে রাশিয়ানরা তাদের সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে যে রুশ বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে সরে যাচ্ছে এবং "ইউক্রেনীয় বাহিনী এবং তাদের প্রতিরোধ ধ্বংস করতে" পূর্বাঞ্চলীয় প্রদেশ ডোনেটস্কে মর্টার, আর্টিলারি এবং বিমান হামলা শুরু করেছে এবং সরবরাহ রুট পাহারা দেওয়ার দিকে মনোনিবেশ করছে।

প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকফ বলেছেন, ইউক্রেন "একটি নতুন - দীর্ঘমেয়াদী - যুদ্ধের পর্যায়ে প্রবেশ করছে।"

ইউক্রেনের সমর্থন প্রদর্শনে, যুক্তরাষ্ট্র সেনেটের সংখ্যালঘু রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকির সাথে দেখা করেছেন। জেলেন্সকির টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে ম্যাককনেল, যিনি কেনটাকি রাজ্যের প্রতিনিধিত্ব করেন, মেইনের সহকর্মী রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স, ওয়াইওমিংয়ের জন বারাসো এবং টেক্সাসের জন কর্নিন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন৷

২৪ ফেব্রুয়ারী ইউক্রেন আক্রমণের পর কিয়েভ দখল করতে ব্যর্থ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মনোযোগ পূর্ব দিকে সরিয়ে নিয়েছেন ডনবাসের দিকে, যে শিল্প অঞ্চলে ইউক্রেন ২০১৪ সাল থেকে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করে যাচ্ছে৷

রাশিয়ার ওই অঞ্চলে আক্রমণের লক্ষ্য পূর্বে মোতায়েন ইউক্রেনের সবচেয়ে অভিজ্ঞ এবং সর্বোত্তম সজ্জিত সৈন্যদের ঘিরে ফেলা এবং ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ডনবাসের কিছু অংশ দখল করা।

জেলেন্সকি বলেছেন, ইউক্রেনের বাহিনী পূর্ব দিকেও অগ্রগতি করেছে, গত দিনে ছয়টি শহর বা গ্রাম তাঁরা পুনরুদ্ধার করেছে। শনিবার তার রাতের ভাষণে, তিনি বলেন "ডনবাসের পরিস্থিতি খুবই কঠিন" এবং রাশিয়ান সৈন্যরা "এখনও অন্তত কিছুটা বিজয়ী হওয়ার চেষ্টা করছে।"

ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে, ইউক্রেন "খারকিভের যুদ্ধে জয়ী হয়েছে বলে মনে হচ্ছে।" তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।