News update
  • Palestine economy in ruins, as Gaza war sets dev back 2 decades     |     
  • Law to ban rice polishing effective from Aman season     |     
  • Khaleda back home from hospital     |     
  • Miton of Child, Old Age Care made fake death certificates     |     

দনবাসে হামলার পরিকল্পনা ঠেকাতে প্রস্তুত ইউক্রেন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-16, 3:46pm

img_20220516_154650-2cf34d5eef2a3d19fb9bf7acecdc916b1652694431.jpg




রাশিয়ার পূর্বাঞ্চলীয় দনবাস আক্রমনের নতুন পরিকল্পনা ঠেকাকে প্রস্তুতি নিয়েছে ইউক্রেন। কিয়েভ সোমবার জানিয়েছে, রাজধানীতে হামলার ঘটনায় তাদের সেনাবাহিনী শক্তি সঞ্চার করেছে। খবর এএফপি’র।
ফেব্রুয়ারিতে রাজধানীতে হামলায় ব্যর্থ হওয়ার পর মস্কোর অন্যতম পরিকল্পনা ছিল দনবাস নিয়ন্ত্রণের। এতে পশ্চিমা গোয়েন্দারা আশঙ্কা করছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ভয়াবহ আকার ধারণ করবে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাত্রিকালীন ভাষণে বলেন, ‘ইউক্রেনের রাশিয়া দনবাস আক্রমনের যে নতুন পরিকল্পনা নিচ্ছে, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘দখলদাররা এখনও স্বীকার করতে চায় না যে তারা শেষ এবং তাদের বিশেষ অপারেশন ইতোমধ্যে শেষ হয়ে গেছে।’ তথ্য সূত্র বাসস।