News update
  • Nearly 10,000 evacuated in Ukraine's Kharkiv region: governor     |     
  • UN, ASEAN urged to save Rohingyas from genocide in Myanmar     |     
  • Light morning rain in parts of Dhaka brings some relief     |     
  • “AI tool capable of classifying brain tumors within hours”     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Saturday morning     |     

২০২১ অর্থবছরে বিক্রি এবং মুনাফা বেড়েছে হোন্ডার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 8:08am

20220516_09_1114480_l-843f427e21e9dccc2675d1b4e49c481f1652753302.jpg




জাপানের হোন্ডা মোটর মার্চ মাসে শেষ হওয়া ২০২১ অর্থবছরের জন্য সমষ্টিগত বিক্রি এবং মুনাফা উভয়ই বাড়ার কথা জানিয়েছে।

হোন্ডা গ্রুপের সামগ্রিক বিক্রি এর আগের অর্থবছরের থেকে ১০.৫% বেড়ে ১১ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের একটু বেশি হয়েছে। নিট মুনাফা ৭.৬% বেড়ে ৫৪০ কোটি মার্কিন ডলারের বেশি হয়েছে।

গাড়ির সংখ্যার হিসেবে বৈশ্বিক বিক্রি কমে গেছে ১০.৩%, কেননা চিপ ঘাটতি উৎপাদন কমাতে ভূমিকা রেখেছে।

তারপরেও, গাড়ি প্রতি হোন্ডার মুনাফা বেড়েছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বাজারে গ্রাহকদের গাড়ি কেনার চাহিদা অত্যন্ত শক্তিশালী ছিল, যা গাড়ি নির্মাতাদের মূল্য নির্ধারণ ক্ষমতাকে সম্প্রসারিত করেছে। দুর্বল ইয়েনও মুনাফা বৃদ্ধিতে সাহায্য করে।

হোন্ডার একজন নির্বাহী বলেন, সেমিকন্ডাক্টর ঘাটতি এবং কাঁচামালের ব্যয় বেড়ে চলা সত্ত্বেও আয় বেড়েছে।

তিনি বলেন, গাড়ি ব্যবসায় আয় বাড়াতে এবং ব্যবসার মধ্যে সবধরনের খরচ কমানোর প্রচেষ্টা সফল হয়েছে। এই বিষয়টি ব্যয় বৃদ্ধি সংক্রান্ত নিয়ামক এবং কিছু কিছু বিভাগের মন্থর বিক্রিকে পুষিয়ে দিয়েছে। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।