News update
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     
  • Spain Train Collision Kills 21, Leaves Dozens Injured     |     
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     

সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব পণ্যের দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-03-17, 3:26pm

resize-350x230x0x0-image-216214-1679043921-1996f3a027c819726a500aa07af594ae1679045191.jpg




সপ্তাহের ব্যবধানে বাজারে সবজি, মাছ-মাংসসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এছাড়া কিছু অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রমজানের আগেই বাজারে সবজির দাম বেড়েছে। বিশেষ করে, নতুন সবজির দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে এই দাম আরও কিছুটা বাড়তে পারে।

বাজারে প্রতি কেজি সজনে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, কচুরলতি ১০০ থেকে ১৪০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৯০ টাকা, চিচিংগা ৬০ থেকে ৮০ টাকা, শসা ৫৫ থেকে ৬৫ টাকা, ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।

এ ছাড়া বাজারে বড় রসুন কেজিপ্রতি ১৩০ থেকে ১৫০ টাকা, ছোট রসুন ১২০ থেকে ১৩৫ টাকা, আদা ১৪৫ থেকে ১৬০ টাকা, চায়না আদা ২২০ থেকে ২৩০ টাকা, খোলা চিনি ১১৫ থেকে ১২০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ থেকে ১৪৫ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মুরগির দামও বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতিকেজি ২৫০ থেকে ২৬০ টাকা, সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকা, লেয়ার মুরগির বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

এ ছাড়া ফার্মের মুরগির ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। হাঁসের ডিম ১৮০ থেকে ১৯০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতিকেজি গরুর মাংস ৭২০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি ১০৫০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।