ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর এলাকায় আল-আমিন অয়েল মিলে অভিযান পরিচালনা করে ৪ হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ এপ্রিল) এ ঘটনায় মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য আল-আমিন অয়েল মিলে নিম্নমানের পামওয়েল, কেমিক্যাল, রঙ ও অল্প পরিমাণে সরিষার তেল মিশিয়ে খাঁটি সরিষার তেল হিসেবে নবাবগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল। বিএসটিআই’র কোনো অনুমোদনও ছিল না প্রতিষ্ঠানটির। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দূষিত পামওয়েল, রঙ মিশ্রিত চার হাজার লিটার ভেজাল সরিষার তেলসহ প্রতিষ্ঠানটির কর্ণধার মো. আল-আমিনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম ভেজাল সরিষার তেল প্রস্তুতকারী আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। তথ্য সূত্র আরটিভি নিউজ