News update
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     
  • A soothing respite: Rain in Dhaka after prolonged heatwave     |     

বাড়ল সয়াবিন তেলের দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-04-16, 5:17pm

lertloeito-a789909c8ef17920a112fbcf265ad2c31713266319.jpg




১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া লিটারপ্রতি খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

নতুন এই দাম আজ (মঙ্গলবার) থেকে কার্যকর করা হবে।

এর আগে, এদিন সকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সয়াবিন তেলের দাম কমবে না। আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশনের মাধ্যমে একটি নতুন দাম বেঁধে দেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।