News update
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     

স্বস্তি ফিরেছে বাজারে, মানুষের উচ্ছ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-08-10, 8:28am

bazar_thum-96355523d6c20e4ae3692e37884c8e601723256933.jpg




জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের আমলে টালমাটাল ছিল দেশের অর্থনৈতিক অবস্থা। সেই সময় প্রতিদিনই হু হু করে বেড়েছে সবজিসহ অন্যান্য পণ্যের দাম। পণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতা হারিয়ে ফিরেছিল। তবে সরকার পতনের পরে আজ বাজারে সকল পণ্যের দাম কমেছে। আর এতে মানুষের মনে স্বস্তি ফিরেছে। 

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর শান্তিনগর, মতিঝিল, রামপুরা, মালিবাগ ও খিলগাঁও তালতলা বাজারে এ চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুমুখি ৮০ টাকা, মুলা ৫০ টাকা,  লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, লাল বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ঝিঙ্গা ৭০, ধুন্দল ৮০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচামরিচ ২৮০ টাকা ও আলু ৬০ টাকা।

মুরগির বাজারে দেখা গেছে, ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা করে কমেছে। বাজারে আজ ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও সোনালি মুরগি ২৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ফার্মের মুরগির প্রতি ডজন বাদামি ডিম ১৫০ টাকা ও সাদা ডিম ১৪৫ টাকা দরে কিনেছেন ক্রেতারা। এছাড়া, আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি আলু ৬০ থেকে ৬৫ টাকা, দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, আদা (চায়না) ২৮০ থেকে ৩০০ টাকা ও রসুন (আমদানি) ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হয়েছে। গত মাসে চালের দাম কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা করে বেড়েছিল। 

সবজি দাম কমার পেছনে পাইকারি বিক্রেতা ও আড়তদারেরা জানান, নতুন সরকার আসার কারণে এবং চাঁদাবাজি কমে যাওয়ার কারণে সব কিছুর দাম কমে গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।