News update
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     

বাজারে বেড়েছে সবজি ও মুরগির দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-05-02, 1:43pm

img_20250502_134450-a40a59d4a4e8a4c51c037ec55da831311746171924.jpg




রাজধানীর বাজারে হুট করেই বেড়েছে মুরগি দাম। এছাড়া সবজির দামও ঊর্ধ্বমুখী। শুক্রবার (২ মে) কারওয়ানবাজার, মিরপুর, ধানমণ্ডি, মুগদা, যাত্রাবাড়িসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

কারওরানবাজারে গিয়ে দেখা যায়, বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, বরবটি ৭০ টাকা, কহি ৬০ টাকা, লতি ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, ঝিঙে ৭০ টাকা ও টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৭০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, পটোল ৫০-৬০ টাকা ও সজনে ডাটা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৪০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৪০-৬০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। পাইকারি পর্যায়ে যা কেনা-বেচা হচ্ছে ৭০ টাকায়। আর কেজিতে ৫০ টাকার বেশি বেড়ে প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

অপরদিকে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। আলু বিক্রি হচ্ছে ২০-২২ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর প্রতিকেজি আমদানি করা রসুনের জন্য ১৮০ থেকে ২২০ এবং দেশি রসুনে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

মুরগির বাজারে গিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ১০-৩০ টাকা পর্যন্ত। কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে ১০-৩০ টাকা বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা এবং লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়।

গরু ও খাসির মাংসের দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।

ডিমের আড়তে গিয়ে দেখা যায়, প্রতি ডজন লাল ডিম ১২০-১৩০ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দেখা যায়, প্রতি কেজি রুই ৩৫০-৪২০ টাকা, কাতল ৩৮০-৪৫০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের কৈ ২০০-২৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, কোরাল ৭৫০ টাকা, পাঙাশ ১৮০-২৩০ টাকা ও তেলাপিয়া ১৫০-২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি বোয়াল ৭৫০-৮৫০ টাকা, পোয়া ৪৫০ টাকা, আইড় ৮০০-৯০০ টাকা, টেংরা ৬৫০-৭০০ টাকা, দেশি কৈ ১ হাজার ৩০০ টাকা-১ হাজার ৭০০ টাকা এবং দেশি শিং ১ হাজার ৪০০-১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২ হাজার ৫০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ১ হাজার ৪০০-১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এনটিভি।