News update
  • Rakhine State once again becomes a battleground: UN HR Chief      |     
  • No political case filed against BNP men: PM Hasina     |     
  • Iran fires at attack drones near Isfahan air base, nuke site     |     
  • Chuadanga logs season’s highest temp in BD for 4th day     |     
  • No More World Bank-IMF Loans to avoid debt catastrophe: CSOs     |     

হ্যাকিং সতর্কতার পরে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট বিলম্বিত

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2022-08-04, 8:12am

09680000-0a00-0242-c71e-08da6a8605f3_w408_r1_s-99eb6c7b13e8defdcf7f880c8c6057e31659579149.jpg




সাইবার হ্যাকাররা জনগণের ব্যালট পরিবর্তন করতে পারে- ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এমন সতর্কতার পরে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সদস্যদের দ্বারা পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই করার জন্য ভোটদান বিলম্বিত হয়েছে। মঙ্গলবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের এ সংবাদ জানা যায়।

প্রতিবেদনে আরও জানানো হয়, শত্রুভাবাপন্ন কোন রাষ্ট্র থেকে নির্দিষ্ট কোনো হুমকি ছিল না বরং ভোট দানের প্রক্রিয়া ও এর দুর্বলতা সম্পর্কে আরও সাধারণ কিছু পরামর্শ ছিল।

দ্য টেলিগ্রাফ অনুসারে, উদ্বেগের ফলস্বরূপ, কনজারভেটিভ পার্টি তাদের পরবর্তী নেতা নির্বাচনের জন্য সদস্যদের ভোট পরিবর্তন করার অনুমতি দেয়ার পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়েছে।

ডাক মারফত ভোট প্রদানের জন্য ব্যালট এখনো দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্যকে দেয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাদেরকে এখন সতর্ক করা হয়েছে যে, ১১ আগস্টের মধ্যে ব্যালট আসতে পারে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সোমবার থেকে ব্যালটগুলো পাঠানোর কথা ছিল।

প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সৌনক এবং পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য নেতৃত্বের প্রতিযোগিতায় নেমেছন।

ট্রাস কনজারভেটিভ দলের সদস্যদের মধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন। কয়েক সপ্তাহ ধরে ভোট গ্রহণের পর ৫ সেপ্টেম্বর কে প্রধানমন্ত্রী হবেন তা তারা নির্ধারণ করবেন।

গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার (জিসিএইচকিউ) ব্রিটেনের জন্য হুমকি শনাক্ত ও ব্যাহত করতে সারা বিশ্ব থেকে তথ্য সংগ্রহ করে। জিসিএইচকিউ-এর একটি অংশ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএনসি) একজন মুখপাত্র বলেছেন, তারা কনজারভেটিভ পার্টিকে পরামর্শ দিয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।