ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণণা চলছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। সেখানে মোদির প্রতিদ্বন্দ্বি ছিলেন কংগ্রেস প্রার্থী অজয় রায়। সে আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে আছেন নরেন্দ্র মোদি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বারাণসীতে অজয় রায়ের চেয়ে ৬০ হাজার ভোটে এগিয়ে আছেন নরেন্দ্র মোদি।
এদিকে ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটি ৩০টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি এগিয়ে আছে ১২ আসনে।
মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভারতের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। ভোট গণণা শেষে পাওয়া যাবে চূড়ান্ত ফল। তখন নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল। ছয় সপ্তাহ ধরে চলা সাত ধাপের এই নির্বাচন শেষ হয়েছে গত শনিবার (১ জুন)।