News update
  • After rain ‘Moderate’ air quality recorded in Dhaka on Sunday     |     
  • Dealers blamed for artificial fertiliser shortage in Rangpur     |     
  • At Least 50 Dead as Caribbean Recovers from Hurricane Melissa     |     
  • Landslide Kills 21, Dozens Missing in Western Kenya     |     
  • UN Chief Demands Justice for Crimes Against Journalists     |     

১০৬ আসনের ফল ঘোষণা, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-06-04, 7:44pm

askdankdjlkj-f193849561270080562ab9d0911a7b151717508676.jpg




ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সাত ধাপে টানা দেড় মাস ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় ভোট গণনা পর্ব।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মোট ১০৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ৬৪টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। অন্যদিকে, ২৭টি আসনে জিতেছে কংগ্রেস। অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে।

এর মধ্যে দুটি আসনে জয় পেয়েছে জনতা দল (জেডি-এস)। এ ছাড়া আম আদমি পার্টি ১টি, জনতা দল (জেডি) ২টি, সমাজবাদী দল, তেলেগু দেশাম, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম), শিবসেনা (উদ্ভব), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএমএস), ভয়েজ অফ দ্য পিপলস পার্টি, ভারত অধিবাসী পার্টি, সিকিম ক্রান্তি মোর্চা একটি করে আসনে জয় পেয়েছে।

ওয়েবসাইটের তথ্য বলছে, বিজেপি ২২২ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় এবারের লোকসভা নির্বাচন। সাত ধাপে ভোট শেষ হয় গত ১ জুন।  আরটিভি