News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

মোদী দূর্গে আঘাত হানা কে এই ইউটিউবার ধ্রুব রাঠী?

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-06-09, 12:42am

gfsgsgsd-0ccc877ba7e8884ca6052a184818115b1717872126.jpg




ভারতীয় জনতা পার্টি ও নরেন্দ্র মোদীর সমালোচনা বা বিরোধীতা করার মতো লোকের অভাব নেই ভারতে।

বিরোধী দলগুলোর রাজনীতিবিদরা থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অনেকেই আছেন এই তালিকায়।

তবে ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশের পর পাকিস্তানের, এমনকি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম ভেসে বেড়াচ্ছে। তিনি হলেন— ধ্রুব রাঠী।

ধ্রুব রাঠী সেইসব ইনফ্লুয়েন্সারদের একজন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন এবং খ্যাতির সাথে বাড়তি পাওনা হিসেবে ব্যাপক সমালোচনার মুখোমুখিও হয়েছেন। কারণ তার কন্টেনগুলোতে তিনি প্রায়ই নরেন্দ্র মোদী ও বিজেপি’র বিরোধিতা করেন।

এমনকি, ভারতের সাম্প্রতিক নির্বাচনের সময়ও তার বানানো ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।

এবছর তিনি বারবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) ট্রেন্ডে থেকেছেন এবং গত এক মাস ধরে তিনি সেখানে একটানা ট্রেন্ড করছেন।

তাহলে এই ধ্রুব রাঠী আসলে কে? পাকিস্তান ও বাংলাদেশেই বা তাকে নিয়ে কেন এত আলোচনা চলছে?

গত চৌঠা জুন যখন ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করে, তখন ধ্রুব রাঠী তার এক্স অ্যাকাউন্টে লেখেন— “নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অব দ্য কমন ম্যান’, অর্থাৎ, ‘সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না।”

তার ওই পোস্টটি মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’-এর একটি সংলাপ। তিনি ওই বাক্যটি ভারতের নির্বাচনকে উদ্দেশ্য করে লিখেছিলেন ঠিকই, কিন্তু একই বিষয় তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ তিনি নিজেও একজন সাধারণ মানুষ। অথচ, তার একেকটি পোস্ট ও ভিডিও মানুষের মনে এতটাই নাড়া দিচ্ছে যে সবার মুখে মুখে এখন তার নাম।

ধ্রুব রাঠীর পরিচয়

ধ্রুব রাঠী একজন ভারতীয় ইউটিউবার, যার ইউটিউবে প্রায় ২২ মিলিয়ন সাবস্ক্রাইবার এখন। ফেইসবুকে তার সাবস্ক্রাইবার সংখ্যা তিন মিলিয়নেরও বেশি। তার একেকটি ভিডিও কোটি কোটি মানুষ দেখছেন।

তার জন্ম ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। হরিয়ানা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তিনি উচ্চ শিক্ষা অর্জনের জন্য জার্মানিতে চলে যান। জার্মানিতে তিনি মেকানিক্যাল এঞ্জিনিয়ারিং-এর ওপর ডিগ্রি লাভ করেন।

তিনি তার ওয়েবসাইট 'ধ্রুব রাঠি ডটকম'-এ নিজের সম্বন্ধে লিখেছেন যে তিনি ভিডিও তৈরি করতে পছন্দ করেন। তার ভাষায়, “তথ্যবহুল ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরির মাঝে আমার দক্ষতা নিহিত; এমনসব কন্টেন্ট, যেগুলোতে বিভিন্ন জটিল বিষয়ের সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও সহজ ব্যাখ্যা থাকবে।”

তিনি বলেন, “আমি আমার ভিডিও’র মাধ্যমে ক্ষমতার কাছাকাছি থাকা সত্যকে তুলে ধরতে এবং গণতন্ত্র, স্বাধীনতা, র‍্যাশনালিজম, ক্রিটিক্যাল থিংকিং ও প্রগতিশীল মূল্যবোধ প্রচারে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

“আমার পড়াশুনার বিষয় মেকানিক্যাল এঞ্জিনিয়ারিং ও রিনিউয়্যাবল এনার্জির ওপর। কিন্তু অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের ওপর আমার গভীর আসক্তি আছে। এ বিষয়ের ওপর আমার দ্বিতীয় স্নাতক ডিগ্রিও আছে। এছাড়া, আমি ভ্রমণ করতেও পছন্দ করি,” ওয়েবসাইটে আরও লিখেছেন তিনি।

ধ্রুব রাঠীর ইউটিউব যাত্রা শুরু হয় ২০১৪ সালে। গতবছর পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল ১৩ মিলিয়নের বেশি। কিন্তু এখন তার প্রায় ২২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং এখন পর্যন্ত তিনি তার চ্যানেলে ৫০০টিরও বেশি ভিডিও আপলোড করেছেন।

গত বছর টাইম ম্যাগাজিনের ‘নেক্সট জেনারেশন লিডারস ২০২৩’ এর তালিকায় নাম উঠেছিলো ২৯ বছর বয়সী ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠীর নাম। তিনি তার ‘ফ্যাক্ট-চেকিং’ কাজের জন্য এবং তিনি বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের ওপর কন্টেন্ট তৈরি করার জন্য মনোনীত হয়েছিলেন।

গত বছরের মে মাসে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পাওয়ার পর ধ্রুব রাঠী ছবিটি নিয়ে কথা বলেন এবং ট্রোলিং-এর শিকার হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ধ্রুব রাঠী সম্বন্ধে লিখেছে, লক্ষ লক্ষ মানুষের মতো ২০১৪ সালে রাজনীতিতে চলমান দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে মোদি’র আবেগময় বক্তৃতা শুনে রুদ্র রাঠীও আশার আলো খুঁজে পেয়েছিলেন।

তখন তিনিও মোদির সমর্থক ছিলেন এবং মোদির উত্থানকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মাথায় তিনি মোদি’র সমালোচক হয়ে ওঠেন। মোদির বিষয়ে তিনি আশাহত হন ২০১৫ সালে। তখন আম আদমি পার্টি দিল্লিতে একটি দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু করেছিলো, কিন্তু কেন্দ্রীয় সরকার, মানে মোদি সরকার সেই হেল্পলাইনের নিয়ন্ত্রণ নেওয়ার রাজ্য সরকারকে চাপ প্রয়োগ করেছিলো।

"এটি আমার খুব বিস্ময়কর এক ব্যাপার ছিল," রাঠী একটি সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন। “আমি অনুভব করেছি যে তারা ভারত থেকে দুর্নীতি নির্মূল করতে আগ্রহী নয়।”

তার মতে, যখন তিনি দেখছিলেন যে অনেক মূলধারার টেলিভিশন চ্যানেল মোদী ও বিজেপির পক্ষে কথা বলছে, তখন তার হতাশা চরম পর্যায়ে পৌঁছেছিলো।

নির্বাচনকে কিভাবে প্রভাবিত করেছেন?

ধ্রুব রাঠী ও তার কাজ ভারতীয় নির্বাচনের ওপর কতটা প্রভাব বিস্তার করেছিলো, তা বলা কঠিন। তবে গত তেসরা জুন, ভোট গণনার একদিন আগে তিনি 'মাই লাস্ট মেসেজ' শিরোনামে প্রায় ২৪ মিনিটের দীর্ঘ একটি ভিডিও পোস্ট করেছিলেন।

সেই ভিডিওটি এত বেশি জনপ্রিয় হয়েছে যে ভারতের নাগরিকরা তা শুধু দেখছেন না, বারবার শেয়ারও করছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন যে তিনি কিভাবে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে করতে রাজনৈতিক বিষয়ের ওপর কন্টেন্ট তৈরি করা শুরু করেছেন।

তিনি বলেন, “আমি শিক্ষামূলক ভিডিও বানাতে পছন্দ করি, তাই আমি কেবল এটিই করি। কিন্তু গত ফেব্রুয়ারির পর থেকে এমন কিছু বিষয় ঘটে, তারপর আমি আর নিজেকে থামাতে পারিনি। সেসময় চণ্ডীগড় নির্বাচনের জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে ও দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রিজাইডিং অফিসার ধরা পড়েন।

তিনি বলেছিলেন যে 'আমি শিক্ষামূলক ভিডিও বানাতে পছন্দ করি তাই আমি এটি করি তবে ফেব্রুয়ারির পরে এমন কিছু ঘটে যা আমি থামাতে পারিনি। চণ্ডীগড় নির্বাচনের জালিয়াতি প্রকাশ্যে আসে এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রিসাইডিং অফিসার ধরা পড়েন। তখন আমার মনে হয়েছে যে যথেষ্ট হয়েছে, এবার আমার শুরু করা উচিৎ।”

“এরপর আমি সর্বপ্রথম ‘ডিক্টেটরশিপ’ (স্বৈরাচারতন্ত্র) এর ওপর একটি ভিডিও বানিয়েছিলাম এবং আমি ভাবিনি যে এটি কোনও প্রভাব ফেলবে। কিন্তু যখন ভিডিওটি প্রকাশ করা হয়, আমি অবাক হয়ে দেখলাম যে ২০ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন এবং বর্তমানে তা ২৫ মিলিয়নে পৌঁছেছে।”

“আমি বুঝতে পারলাম যে আমি যা অনুভব করছি, আপনারাও ঠিক একই অনুভূতির মাঝ দিয়ে যাচ্ছেন। আমাকে যেসব বিষয় উদ্বিগ্ন করে তুলছিলো, আপনাকেও একই বিষয় উদ্বিগ্ন করছে। এমনকি, এরপ আমার এ বিষয়ের ওপর আর কোনও ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু কাকতালীয়ভাবে হয়ে যায়। কারণ এরপর এমন দুটো দু’টো ঘটনা ঘটে…প্রথমত, অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়েছিলো এবং দ্বিতীয়ত, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিলো।”

“আমি আমার প্রথম ভিডিওতে যা বলেছিলাম, তা সত্যি হচ্ছে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষকে জাগ্রত করতে হবে এবং এই কাজটি পাহাড়ে আরোহণের চেয়েও বেশি কঠিন।”

অনেকে ভারতের নির্বাচনী ফলাফলে ধ্রুব রাঠির ভিডিওগুলোর প্রভাবের কথা উল্লেখ করেছেন। তবে ধ্রুব বলেন যে তার মতো আরও অনেকে আছেন, যারা নির্ভয়ে তাদের কাজ করছেন।

এ বিষয়ে বলতে গিয়ে তিনি ভারতের সুপরিচিত সাংবাদিক রাভিশ কুমার, আভিসার শার্মা, আজিত আঞ্জুম প্রমুখের কথা উল্লেখ করেছেন। তিনি পুনম আগরওয়াল, মানীষা পান্ডে, নিধি সুরেশ এবং আরিফা খানম শেরওয়ানি, মীনা কোতওয়াল, ড. মেডুসাসহ গোলা, কাবিরন, গ্রিমা, নেহা সিং রাঠোরের মতো আরও অনেকের কথাও বলেন।

মনসুর নামক একজন ব্যক্তি ধ্রুব রাঠীর ছবি শেয়ার করে লিখেছেন, “হাওয়া বদল করে দেওয়া ভারতীয় নায়কের সাথে পরিচিত হন, যিনি একাই মোদির বিরুদ্ধে লড়াই করেছিলেন।”

সাবেক সাংবাদিক আকাশ ব্যানার্জী তার 'দ্য দেশ ভক্ত' নামক ইউটিউব চ্যানেলে ধ্রুব রাঠীর স্বৈরাচারের ভিডিওটি সম্পর্কে বলেন যে এটি সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করে। সেই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখলেও তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ব্যানার্জি বলেন যে ভিডিওতে "স্বৈরাচার" শব্দটির ব্যবহার এটিকে বিশেষ করে তুলেছে।

বাংলাদেশ ও পাকিস্তানে কেন আলোচনা হচ্ছে?

ভারতের নির্বাচনের প্রাথমিক ফলাফলে যখন এটি স্পষ্ট হয়ে উঠলো যে নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, তখন পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ধ্রুব রাঠীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে,

আসমা শিরাজি নামক একজন পাকিস্তানি সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ধ্রুব রাঠীর ছবি সম্বলিত মনসুরের পোস্ট একটা একটি টুইট শেয়ার করে লিখেছেন, “যখন কেউ শাসনামলের বিরুদ্ধে কথা বলতো না, তখন তিনিই ছিলেন একমাত্র বিরোধীপক্ষ।”

উমাইর জাভেদ নামে একজন ব্যবহারকারীও এক্স-এ লিখেছেন, “পাকিস্তানের অনেক লোক অনলাইনে কন্টেন্ট তৈরির মাধ্যমে স্ট্যাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছে এবং এর জন্য তারা চড়া দামও দিয়েছে।”

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “ধ্রুব রাঠী অবশ্যই সম্মানের যোগ্য।

তবে তাকে নিয়ে গত ক’দিন ধরে বাংলাদেশেও ব্যাপক আলাপ-আলোচনা চলছে।

দুই দিন আগে সুদীপ্ত বিশ্বাস বিভু নামক একজন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধ্রুব রাঠী’র ছবি শেয়ার করে লেখেন, “আমাদের দেশে হবে সেই ছেলে কবে?”

“ধ্রুব চায়নি ভারত একনায়কের হাতে জিম্মি হয়ে যাক। ধ্রুব সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে লড়েছে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল বলে দিচ্ছে মোদি ম্যাজিক ফিকে হয়ে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। মোদিকে ধরাশায়ী করার জন্য যারা লড়েছেন, ধ্রুব রাঠী তাদের একজন,” মি. বিভু তার পোস্টে আরও লেখেন।

এই পোস্টটি ও পোস্টের কথা আরও অনেকে ফেইসবুকে পোস্ট করেন। তেমন-ই একজন হলেন এনামুল হক। তিনি মূল পোস্টটি শেয়ার করে লেখেন, “ধ্রুব’র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু গত চার মাসে তিনি ভারতে একটি বিপ্লব ঘটিয়েছেন।”

তিন দিন আগে মুহাম্মদ শোয়েব হাসনাত নামক আরও একজন ফেইসবুক ব্যবহারকারী লেখেন যে ভারতের এবারের নির্বাচনে ধ্রুব রাঠী’র নাম উল্লেখযোগ্য হয়ে থাকবে।

“বেশির ভাগ মানুষ ক্ষমতাসীনদের ছায়াতলেই থাকতে চায়। বিবেকের পীড়া ধ্রুব রাঠীকে সেই মানুষদের থেকে আলাদা করেছে। বাংলাদেশের বড় বড় ইনফ্লুয়েন্সারদের সাথে তাকে তুলনা করলেই পার্থক্য চোখে পড়ে। ধ্রুব রাঠী একা যে এক্টিভিজম করে গেল, এটাই তাকে স্মরণীয় করে রাখবে।” বিবিসি বাংলা