News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-11-08, 8:45am

6e793da4f7e5a56e3dad67b4a29626d3e08ec4ae64589be1-aad8b33399b255a59bcba656f080b2a51731033948.jpg




যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পাওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাম্পকে তিনি অভিনন্দন জানান। এ সময় তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার সোচির ব্ল্যাক সি রিসোর্টে একটি আন্তর্জাতিক ফোরাম সম্মেলনের বক্তৃতার পর এই মন্তব্য করেন পুতিন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রকাশের পর এটিই তার প্রথম করা মন্তব্য। বলেন, পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলার ঘটনার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অত্যন্ত সাহসের। হামলার সময় সাহসিকতা দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। 

পুতিন আরও বলেন, জুলাইতে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হামলার ঘটনায় তিনি একজন প্রকৃত মানুষের মতো আচরণ করেছেন। 

একটি প্রশ্নোত্তর সেশনে ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাচ্ছি।’

এর আগে  মঙ্গলবার অনিুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর একে একে ট্রাম্পকে অভিনন্দন জানান বিশ্বনেতারা। কিন্তু ক্রেমলিন জানায় ট্রাম্পকে এখনই অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই পুতিনের। 

তারা আগে ট্রাম্পকে দেখবেন, তার কর্মকাণ্ড বিচার করবেন, তারপর অভিনন্দন জানাবেন।