News update
  • Dhaka’s air quality ‘moderate’ on Thursday     |     
  • Rice traders refuse to unload cargo for high duty at Hili     |     
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     

ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক

বিবিসি বাংলা গনতন্ত্র 2025-01-29, 6:13pm

etertert-9cbef7076e77bb0b909fb90bfedc5ab51738152821.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেয়ার যে আদেশ দিয়েছিলেন সেটি কার্যকর হওয়ার আগ মুহুর্তে সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন দেশটির একজন বিচারক।

বিচারক লরেন আলি খান আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি গ্রুপ এ বিষয়ে মামলা করেছিলো।

মামলায় বলা হয় ইতোমধ্যেই অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউজ আইন লঙ্ঘন করেছে।

আদালতের আদেশটি এসেছে প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে। যদিও প্রেসিডেন্টের আদেশ কোন কোন সংস্থা বা কর্মসূচির ওপর প্রযোজ্য হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছিলো।

ফেডারেল আর্থিক সহায়তার অর্থ বিতরণ বা এ সম্পর্কিত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য হোয়াইট হাউজের বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।

এতে বলা হয়েছে মঞ্জুরি ও ঋণের বিষয়গুলো নিয়ে নতুন প্রশাসনের পর্যালোচনার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করার বিষয়টি হলো 'ট্যাক্স ডলারের ভালো রক্ষণাবেক্ষণ'।

সাংবাদিকদের সাথে তার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন অর্থায়ন স্থগিত করার কারণে সরকার জেন্ডার ইস্যু বা ডাইভারসিটি কর্মসূচিগুলোর খরচ কমানোর বিষয়টি দেখতে পারবে।

তবে এটা একদিকে যেমন বিভ্রান্তি তৈরি করেছে আবার অনেককে ক্ষুব্ধও করেছে।

যারা এ ধরনের মঞ্জুরি ও ঋণ পায় এমন অলাভজনক ও গবেষণা সংস্থাগুলোকে দ্রুত তহবিল হারানোর বিষয়টি মনে করিয়ে দিয়েছে।

বিচারক আলি খান মঙ্গলবার একটি স্থিতাবস্থা জারি করেছেন। সোমবার এর শুনানি হবে।

হোয়াইট হাউজের নির্দেশনা কয়েক বিলিয়ন ডলারের ফেডারেল সরকারের কর্মসূচির ওপর প্রভাব ফেলবে। এর মধ্যে দুর্যোগে ত্রাণ সহায়তা থেকে শুরু করে ক্যান্সার বিষয়ে গবেষণাও আছে।

ন্যাশনাল কাউন্সিল অফ ননপ্রফিটস এর প্রেসিডেন্ট ডিয়ানে ইয়েনটেল সামাজিক মাধ্যম এক্স-এ আদালতের আদেশে উল্লাস প্রকাশ করেছেন।

"আমাদের মামলা সফল হয়েছে- আদালত ফেডারেল অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত আটকে দিয়েছে," লিখেছেন তিনি।

তাদের দাবি ট্রাম্পের আদেশ কোন যুক্তি বা আইনের ওপর ভিত্তি করে নেয়া হয়নি এবং পুরো যুক্তরাষ্ট্রের ওপর এর প্রভাব পড়বে।

ডেমোক্র্যাটিক রাজ্যগুলোর একটি কোয়ালিশনও এ বিষয়ে আরেকটি মামলা করেছে। তাদের দাবি ট্রাম্পের আদেশ অসাংবিধানিক।

হোয়াইট হাউজের ডেপুটি চীফ অফ স্টাফ স্টেফেন মিলার সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্টের আদেশের কারণে সরকার 'ক্রেডিট কন্ট্রোল' করতে পারবে।

"ফেডারেল কোন কর্মসূচির ওপর এর প্রভাব পড়বে না," এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন। খাদ্য সহায়তা কর্মসূচির ওপর কোন প্রভাব পড়বে কি-না সেটি তার কাছে জানতে চাওয়া হয়েছিলো।

মঙ্গলবার কিছু রাজ্যে সরকারি স্বাস্থ্য বিমা কর্মসূচিতে অর্থায়নের ইস্যুটি আলোচনায় আসে।

পরে হোয়াইট হাউজ বলেছে ওই কর্মসূচিতে কোন প্রভাব পড়বে না এবং সমস্যার দ্রুত সমাধান হবে।

একই সঙ্গে জানানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও কোন প্রভাব পড়বে না।

সেনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন প্রেসিডেন্টের পদক্ষেপ নৈরাজ্য তৈরি করবে।