জাপানের শিক্ষা মন্ত্রণালয় বলছে দেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ বছরের মধ্যে মহামারি-পূর্ব সময়ে ফিরিয়ে নেয়ার লক্ষ্য মন্ত্রণালয় ধরে নিয়েছে।
২০১৯ সালে জাপান প্রায় ৩ লক্ষ ১০ হাজার বিদেশি ছাত্র গ্রহণ করেছিল – যা হচ্ছে একটি রেকর্ড। করোনাভাইরাস মহামারির কারণে পরবর্তী দুই বছরে এই সংখ্যা ২০ শতাংশ হ্রাস পায়।
জাপানে চাকরি খুঁজে পাওয়া বিদেশি ছাত্রদের আনুপাতিক হারও হ্রাস পাচ্ছে।
মন্ত্রণালয় বলছে এরকম পরিস্থিতি অব্যাহত থাকলে এই সমস্যা পুরো সমাজকে প্রভাবিত করতে পারে। সময় এবং সমাজের প্রয়োজনের সাথে মিল রক্ষা করে যাওয়ার চেষ্টায় কোন ক্ষেত্রগুলোতে বিদেশি ছাত্রদের চাহিদা রয়েছে মন্ত্রণালয় তা পর্যালোচনা করে দেখবে।
বিদেশি শিক্ষার্থীদের কাজ খুঁজে পাওয়া কিংবা ব্যবসা শুরু করায় সাহায্য করতে মন্ত্রণালয় একই সাথে জাপানি ভাষা শিক্ষা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ইন্টার্ন কর্মসূচিও উন্নত করে নেবে।
অন্যান্য দেশে লেখাপড়া করা জাপানি ছাত্রের সংখ্যা ২০১৮ অর্থ বছরের ১ লক্ষ ১০ হাজার থেকে পরবর্তী দুই বছরে দেড় হাজারের কাছাকাছি হ্রাস পায়। নিজেদের বিদেশি শিক্ষার্থী কর্মকাণ্ডে সমর্থন প্রদানের জন্য মন্ত্রণালয় জাতীয় বাজেট এবং বেসরকারি সংগঠনের কাছ থেকে পাওয়া তহবিল ব্যবহারের লক্ষ্য ধরে নিয়েছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।