News update
  • Expedite Reforms to Hold Elections in December     |     
  • Power Supply from Adani Plant to Bangladesh Comes to a Halt      |     
  • ‘March for Gaza’ in Dhaka Demands End to Israeli Offensive in Palestine     |     
  • Kishoreganj’s ‘Pagla Mosque’ collects 28 sacks of donation     |     
  • Bangladesh Sent Garments to 36 Nations via India     |     

কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

error 2025-01-27, 11:11pm

the-ninth-founding-anniversary-of-kalapara-reporters-club-was-observed-on-monday-27-jan-2025-2e47a87009c6383a35bdc7cc73279e401737997892.jpg

The ninth founding anniversary of Kalapara Reporters Club was observed on Monday 27 Jan 2025.



পটুয়াখালী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টায় রিপোর্টার্স ক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্নাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ক্লাব হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। 

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মো. নাহিদুল হক'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো.ফারুক প্রমূখ। 

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আহম্মেদ পাশা তানভির ও রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি মো. ওমর ফারুক। - গোফরান পলাশ