News update
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     

ডিসেম্বরের মধ্যে দেশের প্রেসক্লাব গুলোকে এক ছাতার নীচে নিয়ে আসবো - আইয়ুব ভূইয়া

গ্ণমাধ্যম 2025-08-16, 11:06pm

jatiya-press-club-secretary-ayun-bhuiyan-was-accorded-a-reception-at-the-kalapara-press-club-on-sarurday-d264d38476a224e2c756c260218dc32a1755364008.jpg

Jatiya Press Club secretary Ayun Bhuiyan was accorded a reception at the Kalapara Press Club on Sarurday.



পটুয়াখালী: জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আইয়ুব ভূইয়া বলেছেন, 'মফস্বলের প্রেসক্লাব গুলোকে এক ছাতার নীচে নিয়ে আসার জন্য আমরা কাজ শুরু করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা প্রথম পর্যায়ে বিভাগীয় প্রেসক্লাব গুলোর সভাপতি, সম্পাদককে পদাধিকার বলে জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ দেয়ার চিন্তা করছি।  এলক্ষ্যে ইতিমধ্যে খুলনা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। বাকী রয়েছে বরিশাল ও অপর ঔ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কথা বলা।' -শনিবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু'র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জসিম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব ভূঁইয়া আরও বলেন, 'আমরা পরবর্তীতে জেলা শহরের প্রেসক্লাব গুলোকেও এক ছাতার নীচে নিয়ে আসবো। মফস্বলের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিষয় ভিত্তিক রিপোর্টিংয়ের উপর ৫০ জনের ব্যাচ করে মফস্বলেই প্রশিক্ষনের আয়োজন করবো। ঢাকায় গিয়ে যাতে মফস্বলের সাংবাদিকরা প্রেসক্লাবের ডরমেটরিতে স্বল্প মূল্যে থাকতে পারে এজন্য জাতীয় প্রেসক্লাব চত্বরে আমরা একটি ১০তলা ভবন নির্মানের পরিকল্পনা করছি।'

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা রিপোটার্স  ইউনিটির সাধারন সম্পাদক মো. মাইনুল হাসান সোহেল বলেন, 'গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার সহ দেশের সকল সাংবাদিক নির্যাতন ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য আমরা সরকারের কাছে তদন্ত কমিশন গঠনের দাবী করছি।  এছাড়া সাগর-রুনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। শুরু থেকেই তাদের হত্যার বিচার চাইতে আমাদের আন্দোলন করতে হচ্ছে।'      

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন মাসুম, সিনিয়র সাংবাদিক মীর আবদুল আলেম, মো. শাহাবুদ্দিন সিকদার।

এ সময় মফস্বল সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাধারন সম্পাদক অমল মূখার্জী, সাংবাদিক গোফরান পলাশ, চঞ্চল সাহা, রাসেল কবির মুরাদ, এসকে রঞ্জন।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মূখার্জী। এসময় ঢাকা থেকে আগত সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে দেন কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বৃন্দ। - গোফরান পলাশ