News update
  • Netanyahu-Trump meet reveals unexpected gaps on key issues     |     
  • Move to prolong Interim Govt in name of keeping Yunus in power: Manna     |     
  • Billionaire Backers Turn Critics of Trump’s Tariff Plan     |     

পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় সাবেক প্রধান বিচারপতিসহ ৪ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক ঘৃনা-প্রচারণা 2022-10-16, 8:23am

a9502bf0-4571-446a-937d-5980a5d56be2_w408_r1_s-5e4ba6d7ab3854a92de549df65b6d7b21665887012.png




পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ ও পৃথক এক বন্দুক হামলায়, সাবেক প্রধান বিচারপতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী স্বল্প জনসংখ্যা অধ্যূষিত বেলুচিস্তান প্রদেশে রাতে এই মারাত্মক সহিংসতার ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলেছেন, একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক প্রাদেশিক রাজধানী কোয়েটার প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাস্তুং জেলায় বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী বহনকারী দুটি গাড়িকে আঘাত করে। বিস্ফোরণে তিনজন নিহত এবং নিরাপত্তা বাহিনীসহ পাঁচজন আহত হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে কেউই রাস্তার পাশে বোমা হামলার দায় স্বীকার করেনি।

পৃথকভাবে, ঊর্ধ্বতন প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা বলেছেন, বেলুচিস্তানে হাইকোর্টের একজন সাবেক প্রধান বিচারপতিকে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। ওই বিচারপতি তাঁর জন্মস্থান খারান জেলার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ার পর যখন বাড়ি ফিরছিলেন, তখুনি হামলার শিকার হন।

বেলুচ লিবারেশন আর্মি নামে একটি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী, বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাইকে হত্যার দায় স্বীকার করেছে।

নিহত বিচারক গত মে মাসে পাকিস্তানের সাংবিধানিক ইসলামী আদালতের প্রধান বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করেন। সাংবিধানিক ইসলামী আদালত, যা ফেডারেল শরীয়া আদালত নামে পরিচিত, এবং এটি দেওয়ানী আদালত থেকে পৃথক এবং জাতীয় আইনগুলি ইসলামী আইনের নীতিগুলি মেনে চলে কিনা, তা পরীক্ষা করার ক্ষমতা রাখে।

জাতিগোষ্ঠীগত বেলুচ বিদ্রোহী গোষ্ঠী নিয়মিতভাবে বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। বিদ্রোহীরা দাবি করে যে, তারা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দরিদ্র প্রদেশের স্বাধীনতার জন্য লড়াই করছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।