News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

‘পথশিশুদের জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে’

গ্রীণওয়াচ ডেস্ক আবাসন 2022-10-16, 7:29am

resize-350x230x0x0-image-194854-1665855398-5d48aa097545aeb4e58098198b221fa11665883778.jpg




ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পথশিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১৫ অক্টোবর) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত পথশিশু উৎসবে তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সব শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই শিশুদের আমাদেরকেই দেখে রাখতে হবে। আজকের শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে।

মেয়র বলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এই শিশুদের পাশে দাঁড়ানো উচিত। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কি করছে, কি খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার। সঠিক পরিচর্যা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সবাই এগিয়ে এলে এরা আর পথে থাকবে না। এই শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে।

তিনি বলেন, জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। শিশুদের পাশে সব সময় থাকবে ডিএনসিসি। এ সময় মেয়র মো. আতিকুল ইসলাম উৎসবে অংশ নেওয়া শিশুদের সঙ্গে মিলে আনন্দ করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।